TRENDING:

১৯ নভেম্বর দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট; আঁচ পড়তে পারে পরিষেবায়! পারলে আজই জরুরি কাজ মিটিয়ে নিন!

Last Updated:

রিপোর্ট অনুযায়ী, সারা দেশ জুড়ে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে। ফলে ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামী ১৯ নভেম্বর অর্থাৎ শনিবার ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা এআইবিইএ। রিপোর্ট অনুযায়ী, সারা দেশ জুড়ে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে। ফলে ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ।
advertisement

এআইবিইএ-র তরফে জানানো হয়েছে যে, “আগামী ১৯ নভেম্বরের সর্বভারতীয় এই ধর্মঘট নিয়ে আইবিএ অ্যান্ড ম্যানেজমেন্টসের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে তার ফলাফল একেবারেই সন্তোষজনক ছিল না।”

আরও পড়ুন: শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম, দেখে নিন ১০ গ্রাম সোনার লেটেস্ট দাম

আগামী ১৯ নভেম্বর ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে কেন?

- ট্রেড ইউনিয়ন, অধিকার, কর্ম সংস্থান এবং চাকরির নিরাপত্তার উপর আক্রমণ বাড়ছে

advertisement

- দ্বিপাক্ষিক নিষ্পত্তি এবং আইডি আইনের লঙ্ঘন

- নিষ্পত্তি লঙ্ঘনে বদলির মাধ্যমে কর্মীদের হয়রানি

- সিএসবি ব্যাঙ্কে মজুরি সংশোধনের অস্বীকৃতি

আগামী ১৯ নভেম্বর ব্যাঙ্ক ধর্মঘট: দাবিদাওয়া

- দ্বিপাক্ষিক নিষ্পত্তির স্বচ্ছতা

আগামী ১৯ নভেম্বর ব্যাঙ্ক ধর্মঘট: ইউনাইটেড ফোরামের সমর্থন

এআইবিইএ-র ডাকা ধর্মঘটের প্রতি নিজেদের সমর্থন প্রদর্শন করেছে ইউনাইটেড ফোরামও। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়ন-এর তরফে জানানো হয়েছে যে, “আমাদের পক্ষ থেকে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, তাদের ধর্মঘট এবং দাবিদাওয়াকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। ইউএফবিইউ থেকে আমরা দ্বিপাক্ষিকতা এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্যও অঙ্গীকারবদ্ধ।”

advertisement

আরও পড়ুন: অশোধিত তেলের দামে পতন, দেখে নিন কলকাতা-সহ অন্যান্য রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্ক অফ বরোদা একটি রেগুলেটরি ফাইলিংয়ে জানিয়েছে যে, এআইবিইএ-র জেনারেল সেক্রেটারি ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনকে ধর্মঘট সংক্রান্ত একটি নোটিস পাঠিয়েছিলেন। যেখানে জানানো হয়েছে যে, সদস্যরা নিজেদের দাবির সমর্থনে ধর্মঘটে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।

advertisement

ওই সংস্থা জানিয়েছে যে, ধর্মঘটের দিনগুলিতে যাতে ব্যাঙ্কের শাখা অথবা অফিসগুলিতে কাজ মসৃণ ভাবে হয়, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এটাও বলা হয়েছে যে, এই ধর্মঘট যদি বাস্তবায়িত হয়, তা-হলে ব্যাঙ্কের কাজকর্ম প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

আর সবথেকে বড় বিষয় হচ্ছে, ১৯ নভেম্বর হল মাসের তৃতীয় শনিবার। প্রসঙ্গত, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার করে সমস্ত ব্যাঙ্ক খোলা থাকে। তবে শনিবার ডাকা এই ধর্মঘটের জেরে কিছু এটিএম-এ নগদের জোগান ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নিজের আর্থিক কাজকর্ম মেটাতে শনিবারে ব্যাঙ্কে যাওয়ার কথা থাকে, তা-হলে সেটা না-করাই ভাল। বরং সব কাজ শুক্রবার বা ১৮ নভেম্বরেই মিটিয়ে নিতে হবে। না হলে ব্যাঙ্কের কাজকর্ম আগামী সপ্তাহের জন্য রেখে দিতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১৯ নভেম্বর দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট; আঁচ পড়তে পারে পরিষেবায়! পারলে আজই জরুরি কাজ মিটিয়ে নিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল