TRENDING:

জরুরি খবর! বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC Code...

Last Updated:

দু’বছর আগে ২০১৯ সালে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণ করা হয়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ৷ সম্প্রতি ব্যাঙ্কের তরফে নতুন আইএফএসসি কোড (New IFSC Code) জারি করে দেওয়া হয়েছে ৷ তবে চিন্তার কোনও কারণ নেই ৷ আপনি বাড়িতে বসেই নতুন আইএফএসসি কোড পেয়ে যাবেন ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের কারণে কোড বদল করা হয়েছে ৷ ব্যাঙ্ক মার্জ হওয়ার পরও বেশ কয়েকদিন ছাড় দেওয়া হয়েছিল পুরনো কোড ব্যবহারে ৷ তবে ১ জুলাই ২০২১ থেকে পুরনো IFSC Code কাজ করবে না ৷
advertisement

দু’বছর আগে ২০১৯ সালে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণ করা হয়েছিল ৷ এর জেরে আইএফএসসি কোডে বদল করা হয়েছে ৷ ৩০ জুনের পর দেনা ও বিজয়া ব্যাঙ্কের গ্রাহকদের IFSC Code কাজ করবে না ৷ দেখে নিন কীভাবে জানবে নতুন কোড কী -

>> গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় গিয়ে নয়া IFSC Code জানতে পারবেন

advertisement

>> ব্যাঙ্কের তরফে পাঠানো চিঠি, এসএমএস-এর মাধ্যমে নয়া কোড জানতে পারবেন

>> এছাড়া 18002584455/18001024455 টোল ফ্রি নম্বরে ফোন করে নতুন কোড জানতে পারবেন

>> পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও নতুন কোড জানতে পারবেন

এসএমএস-এ কীভাবে জানবেন - এসএমএস-এর জন্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে MIGR অ্যাকাউন্ট নম্বরের শেষ চার ডিজিট লিখে 8422009988 নম্বরে পাঠালে আইএফএসসি কোড জানতে পারবেন ৷

advertisement

এছাড়া https://www.bankofbaroda.in/amalgamation-migration.htm লিঙ্কে ক্লিক করেও নতুন কোড জানতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কী এই IFSC Code? IFSC ১১ ডিজিটের একটি কোড যা RBI (Reserve Bank Of India) এর তরফে সমস্ত ব্যাঙ্ককে দেওয়া হয় ৷ ১১ ক্যারেক্টরের এই কোড ইলেক্ট্রনিক পেমেন্টে ব্যবহার করা হয়ে থাকে ৷ এর প্রথম ৪টি লেটারের মাধ্যমে ব্যাঙ্কের নাম জানা যায় ৷ পঞ্চম নম্বর শূন্য হয় ৷ বাকি ৬টি ডিজিট ব্যাঙ্কের কোড হয় ৷ BOB আইএফএসসি কোড BARB দিয়ে শুরু হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জরুরি খবর! বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC Code...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল