দু’বছর আগে ২০১৯ সালে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণ করা হয়েছিল ৷ এর জেরে আইএফএসসি কোডে বদল করা হয়েছে ৷ ৩০ জুনের পর দেনা ও বিজয়া ব্যাঙ্কের গ্রাহকদের IFSC Code কাজ করবে না ৷ দেখে নিন কীভাবে জানবে নতুন কোড কী -
>> গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় গিয়ে নয়া IFSC Code জানতে পারবেন
advertisement
>> ব্যাঙ্কের তরফে পাঠানো চিঠি, এসএমএস-এর মাধ্যমে নয়া কোড জানতে পারবেন
>> এছাড়া 18002584455/18001024455 টোল ফ্রি নম্বরে ফোন করে নতুন কোড জানতে পারবেন
>> পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও নতুন কোড জানতে পারবেন
এসএমএস-এ কীভাবে জানবেন - এসএমএস-এর জন্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে MIGR
এছাড়া https://www.bankofbaroda.in/amalgamation-migration.htm লিঙ্কে ক্লিক করেও নতুন কোড জানতে পারবেন ৷
কী এই IFSC Code? IFSC ১১ ডিজিটের একটি কোড যা RBI (Reserve Bank Of India) এর তরফে সমস্ত ব্যাঙ্ককে দেওয়া হয় ৷ ১১ ক্যারেক্টরের এই কোড ইলেক্ট্রনিক পেমেন্টে ব্যবহার করা হয়ে থাকে ৷ এর প্রথম ৪টি লেটারের মাধ্যমে ব্যাঙ্কের নাম জানা যায় ৷ পঞ্চম নম্বর শূন্য হয় ৷ বাকি ৬টি ডিজিট ব্যাঙ্কের কোড হয় ৷ BOB আইএফএসসি কোড BARB দিয়ে শুরু হয় ৷