BoB-র তরফে জানানো হয়েছে, গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম অনুযায়ী চেকের ডিটেলস রিকনফার্ম করতে হবে ৷ ২ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের চেক জারি করলে তখনও রিকনফার্ম করতে হবে ৷
কী এই পজিটিভ পে সিস্টেম? এই সিস্টেমে যে ব্যক্তি চেক জারি করবেন তাঁকে এসএমএস, ইন্টানেট ব্যাঙ্কিং, এটিএম বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চেকের ডেট, বেনিফিশিয়ারির নাম, অ্যাকাউন্ট নম্বর, মোট অ্যামাউন্ট, ট্রানজাকশন কোড ও চেক নম্বর ব্যাঙ্ককে ফের কনফার্ম করতে হবে ৷ এর জেরে চেক পেমেন্ট অনেক বেশি সুরক্ষিত হবে ৷ এছাড়া ক্লিয়ারেন্সেও কম সময় লাগবে ৷
advertisement
পজিটিভ পে সিস্টেম ৫০ হাজার বা তার বেশি টাকার চেকের পেমেন্টের ক্ষেত্রে লাগু করা হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, চেক জারি করবেন যে ব্যক্তি তাঁকে এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চেক সংক্রান্ত সমস্ত ডিটেল দিতে হবে ৷ চেক পেমেন্ট করার আগে ব্যাঙ্কে তরফে এই তথ্য যাচাই করা হবে ৷