আরও পড়ুন: সরকারি সংস্থায় ম্যানেজার পদে একাধিক নিয়োগ, আবেদনের শেষ দিন ১১ মে
রিজার্ভ ব্যাঙ্ক মে ২০২২-এর সম্পূর্ণ ছুটির তালিকা প্রকাশ করেছে। মে মাসের শুরুতে টানা চারদিন ব্যাঙ্ক ছুটি থাকবে। ব্যাঙ্ক ছুটির রাজ্য এবং স্থানীয় উৎসব অনুযায়ী বিভিন্ন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ছুটির তালিকা অনুসারে সপ্তাহান্ত-সহ মে মাসে ব্যাঙ্কে মোট ১১ দিন ছুটি থাকবে। এর মধ্যে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি রয়েছে। সেই সঙ্গে চারটি উত্সব অন্তর্ভুক্ত রয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, অনলাইন ব্যাঙ্কিং পরিষেবাগুলি ছুটির দিনেও কার্যকর থাকবে।
advertisement
আরও পড়ুন: নিকো পার্কের লকার রুমে মারাত্মক কাণ্ড! গ্রেফতার ৪ কসবার বাসিন্দা
১ মে : রবিবার
২ মে : সোমবার, রমজান-ঈদ (ঈদ-ইউআই-ফিত্রা) কোচি, তিরুবনন্তপুরম
৩ মে : মঙ্গলবার, ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী/রমজান-ঈদ (ঈদ-ইউআই-ফিতর)/বাসব জয়ন্তী/অক্ষয় তৃতীয়া উপলক্ষে সমগ্র ভারতে ছুটি। কোচি, তিরুবনন্তপুরম বাদে।
৪ মে : রবিবার
৯ মে : সোমবার, কলকাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী
১৪ মে : দ্বিতীয় শনিবার
১৫ মে : রবিবার
১৬ মে : সোমবার, বুদ্ধ পূর্ণিমা
২২ মে : রবিবার
২৮ মে : চতুর্থ শনিবার
২৯ মে : রবিবার
ঈদ-উল-ফিতর এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী মাসে দুটি দীর্ঘ সপ্তাহান্তের ছুটি রয়েছে। সেই সময়ে ব্যাঙ্ক টানা তিন দিন বন্ধ থাকবে। ফলে আগামী মাসে যাঁদের ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাঁদের অবশ্যই যাওয়ার আগে তালিকাটি দেখে নিতে হবে।