TRENDING:

Bandhan Bank Q1 Results: রিটেল লোন ব্যবসার পরিমাণ বৃদ্ধি পেল ৮৭ শতাংশ, বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ কত ?

Last Updated:

Bandhan Bank Q1FY24 Results: ৮ বছরেরও কম সময়ে ব্যাঙ্ক তার শাখার সংখ্যা তিনগুণ করতে সফল। একই সময়ে মোট ব্যবসার পরিমাণ বেড়েছে ২.১১ লক্ষ কোটি টাকার বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বন্ধন ব্যাঙ্ক শুক্রবার চলতি ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করল ৷ ব্যাঙ্কের বহুমুখীকরণের পরিকল্পনা অনুসারে, ব্যাঙ্কের রিটেল লোন ব্যবসার পরিমাণ ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ ৭১ শতাংশ। এই ত্রৈমাসিকে ব্যাঙ্ক এক উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে – ৮ বছরেরও কম সময়ে ব্যাঙ্ক তার শাখার সংখ্যা তিনগুণ করতে সফল। একই সময়ে মোট ব্যবসার পরিমাণ বেড়েছে ২.১১ লক্ষ কোটি টাকার বেশি। ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণ এবং অনুকূল পরিচালন পরিবেশের সঙ্গে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে ভাল ব্যবসায়িক বৃদ্ধি পেতে সফল।
রিটেল লোন ব্যবসার পরিমাণ বৃদ্ধি পেল ৮৭ শতাংশ, বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ কত ?
রিটেল লোন ব্যবসার পরিমাণ বৃদ্ধি পেল ৮৭ শতাংশ, বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ কত ?
advertisement

গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত এবং ঋণ) ৩১ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.১১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে ৷ দেশের ৩৪টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা মোট ৬১৪০টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে তিন কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কে বর্তমানে কর্মরত রয়েছেন ৭২ হাজারের বেশি কর্মী ৷

advertisement

আরও পড়ুন- জমি কিংবা সম্পত্তি ফাঁকা পড়ে থাকায় জবরদখলের আশঙ্কা? এই সহজ পদ্ধতিতেই করুন সমস্যার মোকাবিলা

গত আর্থিক বছরের সমকালের তুলনায় চলতি FY24 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের ডিপোজিট বুক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে । ব্যাঙ্কে মোট আমানতের পরিমাণ বর্তমানে ১.০৮ লক্ষ কোটি টাকা। বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত বর্তমানে ৩৬ শতাংশ। গত আর্থিক বছরের একই ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্ক প্রদত্ত ঋণের পরিমাণ প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমাণ এখন ১.০৩ লক্ষ কোটি টাকা। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে , বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৯.৮% , যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

advertisement

আর্থিক ফলাফলের বিষয়ে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকটি ব্যাঙ্কের জন্য একটি খুব ভারসাম্যপূর্ণ ত্রৈমাসিক। ব্যাঙ্কের বহুমুখীকরণ পরিকল্পনা অনুসারে, ব্যাঙ্ক তার রিটেল ব্যাঙ্কিং পোর্টফোলিও আরও বিস্তারের দিকে জোর দিয়েছে। গত বছর এবং এই বছর শুরু হওয়া সমস্ত নতুন ব্যবসায়িক দিকগুলির থেকে এই অর্থবর্ষে ভাল ব্যবসা পাওয়ার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’’

advertisement

আরও পড়ুন– বয়স তো প্রায় আশি ছুঁইছুঁই! তাহলে কি এয়ার ইন্ডিয়ার ভোলবদলের সঙ্গে সঙ্গে এবার অবসর নিচ্ছেন ‘মহারাজা’-ও?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বন্ধন ব্যাঙ্ক এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন এবং গাড়ির লোনের মতো ক্ষেত্রে নিজের পোর্টফোলিও বিস্তার করে চলেছে। কমার্শিয়াল ভেহিক্যাল লেন্ডিং এবং ব্যবসার জন্য লোন এগেইনস্ট প্রপার্টি-র মতো নতুন নতুন ক্ষেত্রেও ব্যাঙ্ক তার ব্যবসা সম্প্রসারণ করেছে। খুব তাড়াতাড়ি নতুন ক্রেডিট কার্ড নিয়েও হাজির হবে বন্ধন ব্যাঙ্ক ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank Q1 Results: রিটেল লোন ব্যবসার পরিমাণ বৃদ্ধি পেল ৮৭ শতাংশ, বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ কত ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল