TRENDING:

Bandhan Bank: গ্রাহক সংখ্যা আরও বাড়ল, চতুর্থ ত্রৈমাসিকে দারুণ ফল বন্ধন ব্যাঙ্কের

Last Updated:

Bandhan Bank Q4FY22 Results: অর্থনৈতিক অবস্থার উন্নতির সঙ্গে, ব্যাঙ্ক তার ব্যবসা বৃদ্ধির ধারাও অব্যাহত রাখতে পেরেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) চলতি ২০২১-২২ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল সম্প্রতি ঘোষণা করেছে। অর্থনৈতিক অবস্থার উন্নতির সঙ্গে, ব্যাঙ্ক তার ব্যবসা বৃদ্ধির ধারাও অব্যাহত রাখতে পেরেছে (Bandhan Bank Q4FY22 Results)।
Bandhan Bank registers strong business growth in Q4FY22
Bandhan Bank registers strong business growth in Q4FY22
advertisement

৩১ মার্চ , ২০২২ পর্যন্ত বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের তুলনায় ১৮.৬ শতাংশ বেড়ে হয়েছে ১.৯৬ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্ক ভারতবর্ষের ৩৬টি মধ্যে ৩৪টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা ৫৬৩৯ গুলি ব্যাঙ্কিং আউটলেট ও শাখার মাধ্যমে ২.৬৩ কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা এখন ৬০২১১ ।

advertisement

আরও পড়ুন-নতুন বাড়ি বাস্তু শাস্ত্র অনুযায়ী তৈরি হয়েছে তো? না হলে কিন্তু সৌভাগ্যের দ্বার খুলবে না

বন্ধন ব্যাঙ্কের আমানতের পরিমান গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ২৪ শতাংশ বেড়েছে। বর্তমানে মোট আমানতের পরিমান ৯৬৩৩১ কোটি টাকা। এই সময়কালে ব্যাঙ্কের রিটেল আমানত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে , গত অর্থবর্ষের তুলনায় তা ২১% হারে বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৪৪৪১ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানতের মধ্যে এখন কাসা অনুপাত হল ৪১.৬ শতাংশ। গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে গ্রাহকদের প্রদত্ত ঋণের তুলনায় চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ১৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমান এখন ৯৯৩৩৮ কোটি টাকা।

advertisement

ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের সিএআর এখন ২০.১ শতাংশ। যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

আরও পড়ুন-৭ বছর আগে মোদি শুরু করেছিলেন এই সব সামাজিক নিরাপত্তা প্রকল্প; জনপ্রিয়তা এখনও অটুট

দেশ জুড়ে থাকা সকল ক্রেতাদের কাছে পৌঁছনোর লক্ষ্যে বন্ধন ব্যাঙ্ক দেশ জুড়ে নিজের উপস্থিতি বিস্তারে এবং নিজের পণ্য পরিষেবা যেমন - এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন এবং গাড়ির লোনের বিস্তারের লক্ষ্য নিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “এই অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের প্রভূত ব্যবসায়িক বৃদ্ধি ব্যাঙ্কের স্থিতিস্থাপকতা প্রমাণ করেছে। আমাদের ব্যবসায়িক মডেলের প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। আমি ব্যাঙ্কের গ্রাহকদের ধন্যবাদ জানাই তাঁদের সহযোগিতার জন্য, যা বন্ধন ব্যাঙ্ককে লক্ষ লক্ষ ভারতবাসীর কাছে পছন্দের ব্যাঙ্কিং পার্টনার করে তুলেছে।"

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: গ্রাহক সংখ্যা আরও বাড়ল, চতুর্থ ত্রৈমাসিকে দারুণ ফল বন্ধন ব্যাঙ্কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল