TRENDING:

Bandhan Bank: দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশিত, বন্ধন ব্যাঙ্কের রিটেল লোন বুক বৃদ্ধি পেল ৮০ শতাংশ

Last Updated:

Bandhan Bank Q2 Results: ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ ২.২০ লক্ষ কোটি টাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বন্ধন ব্যাঙ্ক আজ, বুধবার ২০২৩-২৪ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করল। ব্যাঙ্কের রিটেল লোন বুক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ব্যাঙ্কের পোর্টফোলিও ডাইভারসিফিকেশন অভিপ্রায়কে আরও শক্তিশালী করে তুলেছে। মোট আমানতে রিটেল ব্যবসার পরিমাণ এখন দাঁড়িয়েছে ৭৪ শতাংশে। সমসময়ে, মোট ব্যবসার পরিমাণ বেড়েছে প্রায় ২.২০ লক্ষ কোটি টাকা। ডিস্ট্রিবিউশন ব্যবস্থাতে সম্প্রসারণ এবং পরিচালন পরিবেশের আনুকূল্যে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে উৎসাহজনক ব্যবসায়িক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।
Chandra Shekhar Ghosh, MD & CEO, Bandhan Bank at a press conference in Kolkata
Chandra Shekhar Ghosh, MD & CEO, Bandhan Bank at a press conference in Kolkata
advertisement

আরও পড়ুন-খালি গায়ে দিব্যি ম্যাসাজ নিতে নিতেই সারছেন অফিসের মিটিং ! এয়ার এশিয়ার সিইও-র কাণ্ডে হতবাক নেটদুনিয়া

নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসাবে, বন্ধন ব্যাঙ্ক লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের লেহ-তে একটি নতুন শাখা খুলেছে। দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টি স্থানে বন্ধন ব্যাঙ্কের উপস্থিতি রয়েছে। এই ত্রৈমাসিকে, ব্যাঙ্কটি সারা দেশে ৮০টি নতুন শাখা খুলেছে। ব্যাঙ্ক বর্তমানে ভারতে ৬,২০০ টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ৩.১৭ কোটিরও বেশি গ্রাহকদের পরিষেবা প্রদান করে চলেছে। বন্ধন ব্যাঙ্কে বর্তমানে কর্মরত রয়েছেন ৭৪ হাজারেরও বেশি কর্মচারী।

advertisement

আরও পড়ুন– পুজোয় কলকাতার বাইরে যাচ্ছেন বলে মন খারাপ? চিন্তা নেই; আকাশপথেই খাঁটি বাঙালি স্বাদে হবে রসনাতৃপ্তি

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে গত অর্থবর্ষের সমকালের তুলনায় ব্যাঙ্কের মোট আমানত ১২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট আমানতের পরিমাণ এখন ১.১২ লক্ষ কোটি টাকা। মোট আমানতের সঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট (কাসা)-এর অনুপাত বর্তমানে ৩৮.৫ শতাংশ। মোট ঋণের পরিমান এখন ১.০৮ লক্ষ কোটি টাকা। বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে স্থিতিশীলতার সূচক – ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) বর্তমানে ১৯.২ শতাংশ, যা নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মাত্রার থেকে অনেকটাই বেশি রয়েছে।

advertisement

(L-R) Sunil Samdani, CFO, Bandhan Bank, Chandra Shekhar Ghosh, MD & CEO, Bandhan Bank, Ratan Kumar Kesh, Executive Director, Bandhan Bank

advertisement

ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্র শেখর ঘোষ বলেন, “চলতি অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের ব্যবসায়িক ফলাফল বেশ উৎসাহজনক। ব্যাঙ্কের ব্যবসায়িক বৈচিত্র্যকরণের জন্য ব্যাঙ্ক তার রিটেল ব্যাঙ্কিং পোর্টফোলিওকে আরও শক্তিশালী করে তোলার জন্য লক্ষ্য স্থির করেছে। বিগত কয়েক ত্রৈমাসিকে শুরু হওয়া সমস্ত নতুন ব্যবসা এবং ব্যাঙ্কের প্রযুক্তিগত পরিবর্তনের ফলে, আমরা এই আর্থিক বছরের বাকি সময়ে আরও ভাল ব্যবসার ব্যাপারে আত্মবিশ্বাসী।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ব্যাঙ্ক এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন এবং অটো লোনের পরিসরে তার পোর্টফোলিও বৃদ্ধি করে চলেছে। ব্যাঙ্ক গত বছর বাণিজ্যিক যানবাহন ঋণ এবং সম্পত্তি জমা রেখে ঋণের মতো নতুন ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি করেছে, যা পরবর্তী কয়েক ত্রৈমাসিকে আরও বৃদ্ধি পাবে। সম্প্রতি ব্যাঙ্ক সেন্ট্রাল সিভিল পার্সনদের পেনশন বিতরণের জন্য আরবিআই-এর অনুমোদন পেয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশিত, বন্ধন ব্যাঙ্কের রিটেল লোন বুক বৃদ্ধি পেল ৮০ শতাংশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল