লাভ ও ক্ষতি দু'টো মিলিয়েই ২০২১-২২ আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টার বন্ধন ব্যাঙ্কের পক্ষে ভালোই কেটেছে। বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh) জানিয়েছেন, ‘‘আমরা সকল গ্রাহকের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ তাঁরা আমাদের ব্যাঙ্কের ওপর ভরসা করেছেন। তাঁদের নিয়মিত সাহায্যের জন্যই বন্ধন ব্যাঙ্ক আজ এই জায়গায় পৌঁছতে পেরেছে। সকল গ্রাহকের জন্যই বন্ধন ব্যাঙ্কের এই বৃদ্ধি সম্ভব হয়েছে।’’
advertisement
আরও পড়ুন- সোনা ও হিরের গয়নায় দারুণ ছাড়, ধনতেরাসের শুভক্ষণে দেরি না করে কিনে ফেলুন
বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ প্রতি বছর ১৫ শতাংশ হারে বেড়ে চলেছে, ২০২১ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এর পরিমাণ প্রায় ১.৬৪ লক্ষ কোটি। বন্ধন ব্যাঙ্ক ৬ বছরের মধ্যেই ৫,৬১৮টি আউটলেট খুলতে সক্ষম হয়েছে এবং তাদের গ্রাহক সংখ্যা প্রায় ২.৪৩ কোটি। এছাড়াও বন্ধন ব্যাঙ্কে কাজ করেন প্রায় ৫২,৯৭৬ জন কর্মচারী।
২০২১-২২ অর্থ বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে বন্ধন ব্যাঙ্কের বৃদ্ধির পরিমাণ-
- মোট ডিপোজিটের পরিমাণ ২৩.৯ শতাংশ বেড়েছে, যা প্রায় ৮১,৮৯৮.৩ কোটি টাকা।
- লোন বুক ও নেট ইন্টারেস্টের পরিমাণ বেড়েছে ৬.৬ শতাংশ, যা প্রায় ৮১,৬৬১.২ কোটি টাকা।
- কাসা (CASA) গ্রোথের পরিমাণ ৪৫ শতাংশ।
- কাসা রেশিওর (CASA) পরিমাণ ৪৪.৬ শতাংশ।
- রিটেল শেয়ারের টোটাল ডিপোজিটের পরিমাণ বেড়েছে প্রায় ৮৪ শতাংশ।
আরও পড়ুন- চাকরির চিন্তা ছেড়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে হবে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় !
২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ ২০২১-২২ অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ প্রায় ৩,০০৮.৬ কোটি টাকা। বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তারা প্রায় ৯২০ কোটি টাকার প্রফিট করেছিল। ২০২১-২২ আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে বন্ধন ব্যাঙ্কের সুদ বাবদ আয় এবং সুদ বাবদ খরচের পরিমাণ বেড়েছে প্রায় ০.৬ শতাংশ, যার আর্থিক অঙ্ক প্রায় ১,৯৩৪.৫ কোটি টাকা। বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে কোভিড মহামারীর কারণে এই অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের ব্যবসার কিছুটা ক্ষতি হয়েছে। আগের আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে তারা ব্যবসায় লাভ করলেও এই বছর তারা সেই পরিমাণ ব্যবসা করতে পারেনি।