TRENDING:

Bandhan Bank: বন্ধন ব্যাঙ্কের নতুন এমডি ও সিইও পদে দায়িত্ব নিলেন পার্থ প্রতিম সেনগুপ্ত

Last Updated:

Partha Pratim Sengupta takes charge as MD & CEO of Bandhan Bank: বন্ধন ব্যাঙ্কের নতুন এমডিও ও সিইও পদে পার্থ প্রতিম সেনগুপ্ত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে শুক্রবার, ১ নভেম্বর দীপাবলির দিন ব্যাঙ্কের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও-র নাম ঘোষণা করা হয়েছে ৷ পার্থ প্রতিম সেনগুপ্ত ব্যাঙ্কের এই পদে দায়িত্বভার গ্রহণ করেছেন ৷ রেজাল্ট-ওরিয়েন্টেড লিডার হিসেবে তিনি ব্যবসা, ঋণ এবং প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সঙ্গে এর আগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সফল নেতৃত্ব দিয়েছেন। রতন কুমার কেশ, যিনি ১০ জুলাই থেকে বন্ধন ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন, পার্থ প্রতিম সেনগুপ্তের যোগদানের পর এবার থেকে পুনরায় ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসারের ভূমিকা পালন করবেন তিনি।
Partha Pratim Sengupta takes charge as MD & CEO of Bandhan Bank
Partha Pratim Sengupta takes charge as MD & CEO of Bandhan Bank
advertisement

আরও পড়ুন– স্কুলে দুপুরের খাবার নিয়ে লুকিয়ে ফেলত খুদে পড়ুয়া, বন্ধুদের উচ্ছিষ্ট খেত প্রতিদিন, কারণ জানতে পেরে হতবাক শিক্ষক-শিক্ষিকারা

পার্থ প্রতিম সেনগুপ্ত প্রায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন অভিজ্ঞ ব্যাঙ্কিং পেশাদার, যিনি বিভিন্ন অঞ্চলে বৃহৎ পরিসরের কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার সফল রূপান্তর সাধন করেন। তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার মধ্যে অন্যতম ছিল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ক্রেডিট অফিসার পদ। তিনি ইয়েস ব্যাঙ্ক, ARCIL, ইউনিভার্সাল সোম্পো, এবং ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

advertisement

আরও পড়ুন– রাশিফল নভেম্বর ২০২৪: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

পার্থ প্রতিম সেনগুপ্তের নিয়োগ প্রসঙ্গে ডঃ অনুপ কুমার সিনহা, চেয়ারম্যান, বন্ধন ব্যাঙ্ক বলেন, “আমরা অত্যন্তখুশি যে, পার্থ প্রতিম সেনগুপ্ত বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে যোগদান করেছেন। ইন্ডাস্ট্রিতে তাঁর প্রমাণিত রেকর্ড বন্ধন ব্যাঙ্ককে এর পরবর্তী পর্বে এগিয়ে নিয়ে গিয়ে ‘বন্ধন 2.0’ এর স্বপ্ন বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার অভিজ্ঞতা আমাদের অবস্থানকে সারা দেশে আরও শক্তিশালী করতে সহায়তা করবে ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বন্ধন ব্যাঙ্কের নতুন এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাঙ্ক পরিবারের অংশ হতে পেরে আমি সম্মানিত। আমার লক্ষ্য থাকবে গ্রাহক-কেন্দ্রিক সমাধানগুলি উন্নত করা, ব্যবসাকে শক্তিশালী করা এবং আর্থিক পরিষেবাগুলি অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনকে উৎসাহিত করা। বন্ধন ব্যাঙ্ক এতদিন ধরে অসাধারণ কাজ করেছে, এবং আমি তাদের সঙ্গে কাজ করে সব স্টেকহোল্ডারদের জন্য মূল্য প্রদান করতে আগ্রহী।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: বন্ধন ব্যাঙ্কের নতুন এমডি ও সিইও পদে দায়িত্ব নিলেন পার্থ প্রতিম সেনগুপ্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল