TRENDING:

সারা দেশে ১২৫টি নতুন ব্যাঙ্কিং আউটলেট খুলল বন্ধন ব্যাঙ্ক

Last Updated:

এতে আরও শক্তিশালী হল বন্ধন ব্যাঙ্কের নেটওয়ার্ক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আরও শক্তিশালী হল বন্ধন ব্যাঙ্কের নেটওয়ার্ক ৷ গোটা দেশের ১৫টি রাজ্যে আরও নতুন ১২৫টি আউটলেট খুলল বন্ধন ব্যাঙ্ক ৷ ফলে ব্যাঙ্কের মোট আউটলেটের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪১৩ ৷ ইতিমধ্যেই বন্ধনের ১০১০টি ব্রাঞ্চ রয়েছে ৷ এখন বেড়ে হল ১০১৩ ৷ বন্ধন ব্যাঙ্কের সব ইউনিটের মধ্যে ৩২০৬টি হল ব্যাঙ্কিং ইউনিট ৷ পাশাপাশি হোম লোন সার্ভিস সেন্টার রয়েছে ১৯৫টি ৷ দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৪টিতেই এখন বন্ধনের ব্যাঙ্কিং নেটওয়ার্ক রয়েছে ৷
advertisement

বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা খোলার বিষয় যে নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তা সম্প্রতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ ফলে এখন ব্যাঙ্কের নতুন আউটলেট খোলাতে আর কোনও সমস্যা নেই ৷ নতুন ১২৫টি ব্যাঙ্কিং আউটলেট খোলা হয়েছে ৷ যার মধ্যে ৪২টি খোলা হয়েছে উত্তর প্রদেশে ৷ ২৯টি রাজস্থানে, ১২টি মধ্যপ্রদশ, ৭টি করে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় ৷ এবং বিহারে ৬টি, ছত্তিশগঢ়ে ৫টি, ওড়িশায় ৪টি এবং তামিলনাডুতে ৩টি আউটলেট খোলা হয়েছে ৷ উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র এবং অসমে খোলা হয়েছে ২টি করে আউটলেট ৷ এছাড়া দিল্লি ও পশ্চিমবঙ্গে খোলা হয়েছে ১টি করে আউটলেট ৷ বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘোষ বলেন, ‘‘ আমরা খুশি যে রিজার্ভ ব্যাঙ্ক নতুন শাখা খোলার ব্যাপারে বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে ৷ এর ফলে দ্রুত হারে ব্যবসা বাড়াতে পারব বলেই আশাবাদী আমরা ৷ সর্বজনীন ব্যাঙ্ক হিসেবে মাত্র সাড়ে চার বছরের মধ্যেই আমরা সুযোগ ও সম্ভাবনাময় এলাকাগুলিকে চিহ্নিত করে আমাদের নেটওয়ার্ক ও ব্যবসার প্রসার ঘটাতে পেরেছি ৷ নতুন ১২৫টি ব্যাঙ্কিং আউটলেট খোলায় আরও ভাল পরিষেবা দেওয়া সম্ভব হবে ৷ গ্রাহক ও অংশীদাররা যে পরিমাণ আস্থা ও ভরসা আমাদের উপর রেখেছেন, তাতে এই ব্যাঙ্কের আরও অগ্রগতি দ্রুত সম্ভব হবে ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সারা দেশে ১২৫টি নতুন ব্যাঙ্কিং আউটলেট খুলল বন্ধন ব্যাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল