TRENDING:

Sourav Ganguly: বিসিসিআই থেকে তাঁর সরে যাওয়া নিয়ে চলছে তরজা, এর মাঝেই এই ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মহারাজ

Last Updated:

বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সম্প্রতি বিসিসিআই সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে বাংলার মহারাজ তথা সৌরভ গঙ্গোপাধ্যায়কে। শোনা যাচ্ছে, এর ফলে আইসিসি-র দরজাও বন্ধ হয়ে গিয়েছে তাঁর জন্য। আর এ-সব নিয়েই এখন সরগরম ক্রীড়া দুনিয়া। এই বিতর্কের মাঝেই আবার সম্প্রতি বন্ধন ব্যাঙ্ক ঘোষণা করল যে, তাদের নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন খোদ ‘দাদা’-ই। তাদের ব্যাঙ্কের ব্র্যান্ড মেসেজ, প্রডাক্ট এবং প্রদেয় পরিষেবা সম্পর্কে প্রচার করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Bandhan Bank Appoints Sourav Ganguly as its Brand Ambassador
Bandhan Bank Appoints Sourav Ganguly as its Brand Ambassador
advertisement

বন্ধন ব্যাঙ্কের মতে, মহারাজের সঙ্গে যেন কোথাও একটা মিল রয়েছে তাদের। এই প্রসঙ্গ উত্থাপন করে তারা টেনে এনেছে সেই ২০০০ সালের গোড়ার দিকের ক্রিকেটের ময়দানের উদাহরণ। আসলে সেই সময় সৌরভের অধিনায়কত্বের হাত ধরে ভারতীয় দলে একটা বড়সড় পরিবর্তনের হাওয়া লেগেছিল। আর ঠিক সে-ভাবেই ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বেশ একটা আমূল পরিবর্তনও এনেছে বন্ধন ব্যাঙ্ক। কীভাবে। এই ব্যাঙ্ক মূলত মফস্বল এবং প্রত্যন্ত এলাকায় অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে সহায়তা প্রদান করে থাকে। এখানেই শেষ নয়, আরও মিল রয়েছে। যেমন - সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্ম ও বেড়ে ওঠা - সবটাই পূর্ব ভারতে। আর বন্ধন ব্যাঙ্কেরও জন্ম এবং কর্মভূমি সেই পূর্ব ভারতই। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই বন্ধন ব্যাঙ্কও নিজ ক্ষেত্রে ব্যাপক প্রতিষ্ঠা পেয়েছে। ফলে এটি এখন আর আঞ্চলিক ব্যাঙ্ক নয়। তার বাইরেও এর খ্যাতি ছড়িয়ে পড়েছে।

advertisement

আরও পড়ুন- ভবিষ্য়তে কী করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, দিলেন গুরুত্বপূর্ণ ইঙ্গিত

আর সবথেকে বড় কথা হল, ক্রিকেট দুনিয়ায় নিজের কৃতিত্ব এবং অবদানের জোরে সৌরভ গঙ্গোপাধ্যায় আজ বিশ্বের সেরা কিংবদন্তীদের মধ্যে এক জন। তিনি শুধু যে খেলোয়াড় হিসেবে খ্যাতি লাভ করেছেন, এমনটা নয়। এর পাশাপাশি অধিনায়কত্বের দিক থেকেও সৌরভ সেরা। আর ঠিক সে-রকম ভাবেই বন্ধন ব্যাঙ্কের খ্যাতি এবং শাখাও সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৪টিতেই রয়েছে এদের ৫৬৪৪টি শাখা। সেখানে ধনী থেকে দরিদ্র - সকলেই সুবিধা এবং পরিষেবা পেয়ে থাকেন।

advertisement

এই প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষের বক্তব্য, “নিজের দক্ষতার জোরে সৌরভ ভারতীয় ক্রিকেট দলের সেরা এবং সফল অধিনায়কদের মধ্যে অন্যতম। আর সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বন্ধন ব্যাঙ্ক প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি মিলও দেখা যায়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, সৌরভ এক জন বিশ্ববন্দিত তারকা। সারা দুনিয়ার সমস্ত স্তর থেকে তিনি সম্মানিত। ফলে তাঁর সঙ্গে আমাদের পার্টনারশিপের কারণে আমরা আরও বেশি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারব। আর এই ব্র্যান্ড সম্পর্কে সচেতনতাও গড়ে তোলা তো বটেই এবং সেই সঙ্গে ব্যাঙ্কের উন্নতিও সম্ভব হবে। আর এটাই বিশ্বাস করি আমরা। এ-ছাড়া গ্রাহকদের সঙ্গে আরও বেশি করে সংযোগ গড়ে তোলার ক্ষেত্রেও এটা অন্যতম প্রধান পদক্ষেপ হিসেবে কাজ করবে।”

advertisement

আরও পড়ুন- বিসিসিআই সভাপতির পদ খোয়ানোর পর প্রথম প্রতিক্রিয়া, কী বললেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কিন্তু বন্ধন ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে কী বলছেন খোদ মহারাজ? এই প্রসঙ্গে সৌরভ বলেন, “আমি এই ব্র্যান্ড বন্ধনের উত্থান দেখেছি। আর এত অল্প সময়ের মধ্যে এর উন্নতির খতিয়ান দেখে আমি সত্যিই খুব গর্বিত। আর সবথেকে প্রশংসনীয় বিষয় হচ্ছে, এই ব্র্যান্ডের একটা ভাল উদ্দেশ্য রয়েছে এবং ব্যাঙ্কটি প্রাথমিক পর্যায়েই প্রভাব বজায় রাখার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। আর এটা আমার ভীষণই ভাল লাগে, কারণ এই প্রভাব বজায় রাখার বিষয়টাই খেলার সময় আমার অন্যতম লক্ষ্য ছিল। বন্ধন ব্যাঙ্ক যাতে পরবর্তী কালে আরও স্বীকৃতি পায়, সেই দায়িত্ব এখন আমার কাঁধে। আর এই দায়িত্ব পেয়ে আমার খুবই ভাল লাগছে।”

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Sourav Ganguly: বিসিসিআই থেকে তাঁর সরে যাওয়া নিয়ে চলছে তরজা, এর মাঝেই এই ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মহারাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল