আসলে বুধবারই ছিল বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সেখানে এই ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ জানিয়েছেন যে, যে সব ক্ষেত্রে ঋণ বা লোন প্রদান করা হয়, সেই সমস্ত ক্ষেত্রকেই কভার করবে এই কো-লেন্ডিং ব্যবসা। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “এর জন্য আমরা বেশ কয়েকটি নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন (এনবিএফসি)-ও বেছে রেখেছি। যাদের সঙ্গে আমরা খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছি।”
advertisement
আরও পড়ুন– শুধু ভেবে নিন কোথায় পৌঁছবেন, লক্ষ্যভিত্তিক বিনিয়োগ বাকিটা সহজ করে দেবে এই ভাবে
চন্দ্রশেখর ঘোষ জানান, প্রায় আট বছর আগে বন্ধন ব্যাঙ্কের পথ চলা শুরু হয়েছিল। আর এখন প্রায় ৩৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৬১০০টি ব্যাঙ্কিং আউটলেট রয়েছে। মঙ্গলবারেই লেহ-তে একটি নতুন শাখা চালু করেছিল বন্ধন ব্যাঙ্ক। আর সেপ্টেম্বর মাসে কার্গিলে আরও একটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে।
এখানেই শেষ নয়, বর্তমানে প্রায় ৩ কোটি গ্রাহক রয়েছেন এই ব্যাঙ্কের। আপাতত বন্ধন ব্যাঙ্কের ব্যবসা প্রায় ২ লক্ষ কোটির অঙ্ক অতিক্রম করে গিয়েছে। চন্দ্রশেখর ঘোষ বলেন, সিএএসএ ডিপোজিট ৩৯ শতাংশ। বেসরকারি ঋণদাতা ভৌগোলিক এবং পোর্টফোলিও-র ভিত্তিতে বৈচিত্র্য আনবে। সেই সঙ্গে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি আরও বলেন যে, ৯৪ শতাংশ ব্যাঙ্কের লেনদেন ডিজিটাল পদ্ধতিতে করা হয়ে থাকে।