TRENDING:

Banana: কাঁদি কাঁচা কলা...! বাড়িতেই Banana চাষ করেই হাজার হাজার টাকা রোজগার করুন! রইল টিপস

Last Updated:

Banana:দিন দিন বাড়ছে কলা চাষ। অল্প খরচে বেশি লাভ হওয়ায় শিক্ষিত বেকার যুবকরাও দিন দিন এই কলা চাষে ঝুঁকছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বাড়ির পাশে ফেলে রাখা জমি কিংবা পুকুরপাড়ে করুন কলার চাষ। জেলায় দিন দিন বাড়ছে কলা চাষ। অল্প খরচে বেশি লাভ হওয়ায় শিক্ষিত বেকার যুবকরাও দিন দিন এই কলা চাষে ঝুঁকছেন। শুধু পুকুর পাড়েই নয় রাস্তার দুই ধারে এছাড়াও বাড়ির আশেপাশের ফাঁকা জায়গাতেও কলার চারা রোপণ করছেন অনেকেই।
advertisement

প্রতি কাঁদি কাঁচা কলা পাইকারি বিক্রি হয় ২৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। কলার চারা বছরে তিনটি মরশুমে লাগানো হয় প্রথমত আশ্বিন কার্তিক, দ্বিতীয়ত মাঘ -ফাল্গুন এবং তৃতীয়ত বৈশাখ- আষাঢ়। বাণিজ্যিকভাবে এ জেলায় সব থেকে বেশি চাষ করা হয় মানিক কলা, জি৯ কলা এছাড়া চম্পাই ইত্যাদি জাতের কলা।

আরও পড়ুন: মহিলাদের মধ্যে বাড়ছে জরায়ুর এই রোগ! কী বলছেন ক্যানসার চিকিৎসক?

advertisement

কলা চাষের জন্য পর্যাপ্ত রোদ যুক্ত ও জল নিষ্কাশনের সুব্যবস্থা সম্পন্ন উঁচু জমি উপযুক্ত। এছাড়া উর্বর দোআঁশ মাটি, কলা চাষের জন্য উত্তম।কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, কলা লাগানোর সব থেকে উপযুক্ত সময় বৈশাখ- আষাঢ় মাস পর্যন্ত ।

View More

কলা লাগাতে হলে সবার প্রথম চার থেকে পাঁচ ফিট দূরত্বে গর্ত করতে হবে। এছাড়া আড়াই ফিট গর্তের গভীরতা থাকতে হবে। এবং কম্পোস্ট সার দিয়ে কলা লাভজনক ফসল ১ থেকে ২ শতক জায়গাতেও এই কলা চাষ করা যায়। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। কলা গাছে থোর আসলে আড়াইশো গ্রাম ইউরিয়া, পটাশ গাছের গোড়াতে দিয়ে মাটি ধরাতে হবে। বিঘাপ্রতি প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হলেও ৫ থেকে ৭ হাজার টাকা লাভ হয় এই কলা চাষ। এই কলা একটি লাভজনক ফসল। তাই বাড়িতে অল্প জায়গা থাকলেই লাগিয়ে ফেলুন কলা গাছ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Banana: কাঁদি কাঁচা কলা...! বাড়িতেই Banana চাষ করেই হাজার হাজার টাকা রোজগার করুন! রইল টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল