TRENDING:

Mahindra ধামাকা, জানুয়ারি জুড়ে দুর্দান্ত ছাড়, ৮ লাখে XUV300

Last Updated:

অনেকদিন ধরেই কি গাড়ি নেওয়ার প্ল্যান করছেন আপনি? আর মহীন্দ্রা কি আপনার প্রিয় ব্র্যান্ড? এই দু'টো প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ হয়, তাহলে বলাই যায় আপনার প্রতীক্ষার অবসান৷ এই জানুয়ারি মাসেই আপনি স্বপ্নের চার চাকার চাবি পেতে পারেন হাতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অনেকদিন ধরেই কি গাড়ি নেওয়ার প্ল্যান করছেন আপনি? আর মহীন্দ্রা কি আপনার প্রিয় ব্র্যান্ড? এই দু'টো প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ হয়, তাহলে বলাই যায় আপনার প্রতীক্ষার অবসান৷
advertisement

এই জানুয়ারি মাসেই আপনি স্বপ্নের চার চাকার চাবি পেতে পারেন হাতে৷ মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা নির্বাচিত কিছু মডেলে দিচ্ছে দুর্দান্ত ছাড়৷ যার মধ্যে রয়েছে XUV300, Marazzo, Scorpio এবং XUV500৷

জানুয়ারি পর আর এই অফার কিন্তু থাকবে না৷ ফলে হাতে আর ক'টা দিনই রয়েছে৷ এই প্রতিবেদনে দেখে নিন, কোন গাড়িতে কত ছাড় রয়েছে৷ নগদ ছাড়ই শুধু নয়, রয়েছে কর্পোরেট সুযোগ সুবিধা ও বর্ধিত ওয়ারেন্টি৷ থাকছে কমপ্লিমেন্টারি অ্যাকসেসরিজও৷

advertisement

Mahindra XUV300: ৭ লাখ ৯৫ হাজার থেকে শুরু

এই মডেলের গাড়িটিতে ৪৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত অফার রয়েছে৷ পেট্রোল এবং ডিজেল মডেলের ওপর সেটা নির্ভর করছে৷ কমপ্যাক্ট এসইউভি বলতে যা বোঝায় সেটা মহীন্দ্রা এক্সইউভি ৩০০৷ ক্রোম-ফিনিশ গ্রিল থেকে, স্পোর্টি অ্যালয় হুইলস৷ ভিতরে পাঁচ সিটের কেবিন, সাত ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেন্টমেন্ট কনসোল ও সাতটি এয়াবেগ রয়েছে৷ ইঞ্জিনের দু'টি বিকল্প রয়েছে৷ ১১০ এইচপি, ১.২ লিটার টার্বো-পেট্রোল মিল ও ১১৬.৬ এইচপি, ১.৫ লিটার ডিজেল মোটর৷

advertisement

Mahindra Marazzo: ১১ লক্ষ ৬৪ হাজার থেকে শুরু

এই মডেলের গাড়িতে মহীন্দ্রা ৪১ হাজার টাকার সুবিধা দিচ্ছে৷ নগদ ছাড় পাওয়া যাবে ২০ হাজার টাকা পর্যন্ত৷ মহীন্দ্রা মারাজোতে স্লিক গ্রিল, স্কাল্পটেড বনেট, প্রজেক্টর হেডল্যাম্প ও পাওয়ার-অ্যাডজাস্টেবল ওআরভিএমএস রয়েছে৷ আট সিটের কেবিন, পাওয়ার স্টিয়ারিং হুইল, টাচ স্ক্রিন ইনফোটেন্টমেন্ট কনসোল ও জোড়া এয়ারব্যাগ রয়েছে৷ ডি১৫ ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে৷ যা ১২২.৬ এইচপি/৩০০ এনএম দেয়৷

advertisement

Mahindra Scorpio: ১২ লক্ষ ৬৭ হাজার থেকে শুরু

এই মডেলের গাড়িতে নগদ ছাড় রয়েছে ১০ হাজার টাকার৷ এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে ১৫ হাজার পর্যন্ত৷ কর্পোরেট ছাড় পাওয়া যাবে ৪ হাজার ৫০০ টাকা এবং অ্যাকসেসরিজ পাওয়া যাবে ১০ হাজার টাকার৷ মহীন্দ্রা স্করপিওতে ক্রোম, প্রজেক্টর হেডল্যাম্প, ১৭ ইঞ্চি অ্যালয় হুইলস আছে৷ সাত সিটের কেবিনে টাচ স্ক্রিন ইনফোটেন্টমেন্ট কনসোল ও জোড়া এয়ারব্যাগ রয়েছে৷ ২.২ লিটার এমহক ডিজেল মটোর রয়েছে৷ যা ১৪০এইচপি/৩২০ এনএম দেয়৷

advertisement

Mahindra XUV500: ১৩ লক্ষ ৫৭ হাজার থেকে শুরু

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

এই মডেলের গাড়িতে ৩৯ হাজার টাকার সুযোগ সুবিধা দিচ্ছে মহীন্দ্রা৷ এর সঙ্গে অতিরিক্ত নগদ ছাড় ২০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে৷ মহিন্দ্রার এক্সইউভি ৫০০ তে ক্রোম সারাউন্ডেড গ্রিল, অ্যালয় হুইলস, স্কিড প্লেট রয়েছে৷ প্রিমিয়ম কেবিনে টাচ স্ক্রিন ইনফোটেন্টমেন্ট কনসোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ও ইলেকট্রিক সানরুফ রয়েছে৷ ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের গাড়ি ১৫৫ এইচপি/ ৩৬০ এনএম দেয়৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mahindra ধামাকা, জানুয়ারি জুড়ে দুর্দান্ত ছাড়, ৮ লাখে XUV300
Open in App
হোম
খবর
ফটো
লোকাল