ট্রেন বাতিলের কারণে যাঁরা দীপাবলি এবং ছট পুজোর পর বাড়ি থেকে কর্মস্থলে ফিরছেন তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। যাত্রার দিনে বিপদ এড়াতে যাত্রীদের আগে থেকেই স্টেশনে যাওয়ার আগে তাঁদের ট্রেনের সময়সূচী এবং বাতিল হওয়া ট্রেনের তালিকা যাচাই করে নেওয়া উচিত।
আরও পড়ুন: দীপাবলিতে মদের ফোয়ারা, দিল্লিতে ৩ দিনে বিক্রি হল ১০০ কোটি টাকার মদ !
advertisement
রেল ট্র্যাক মেরামত এবং অন্যান্য মেরামতির কারণে আজ ১১৫টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এছাড়া ১৬টি ট্রেনকে আংশিকভাবে বাতিল করা হয়েছে। অন্য দিকে, ২৬টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ও ১৩টি ট্রেনের রুট পরিবর্তন করে ভিন্ন রুটে চালানো হচ্ছে। উল্লেখ্য, বাতিল হওয়া ট্রেনেরে তালিকা ভারতীয় রেল দ্বারা ক্রমাগত আপডেট করা হচ্ছে। আগামীতে আরও ট্রেন বাতিল বা ডাইভার্ট করা হতে পারে।
আরও পড়ুন: ৫৮ হাজার টাকা পেরোল রুপোর দাম, দেখে নিন সোনার লেটেস্ট দাম
ট্রেনের স্টেটাস কীভাবে যাচাই করে নেওয়া যাবে?
যাত্রীরা এখন অনলাইনে যে কোনও ট্রেনের স্টেটাস যাচাই করতে পারবেন। ভারতীয় রেলে অনলাইন পরিষেবার কারণে এটি সম্ভর হয়েছে। যাত্রীরা ঘরে বসেই জানতে পারবেন কোন ট্রেন বাতিল করা হয়েছে বা কোন কোন ট্রেন ডাইভার্ট করা হয়েছে। ভারতীয় রেল এবং আইআরসিটিসি-এর ওয়েবসাইটে ট্রেন বাতিল, সময়সূচী পরিবর্তন এবং রুট ডাইভার্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। যে কোনও ট্রেনের স্টেটাস জানতে যাত্রীরা রেলের ওয়েবসাইট https://enquiry.indianrail.gov.in/mntes বা আইআরসিটিসি ওয়েবসাইট https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2 যাচাই করে দেখতে পারেন। ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে ট্রেনের স্ট্যাটাস জানার প্রক্রিয়া নিচে ধাপে ধাপে দেওয়া হল।
বাতিল হওয়া ট্রেনের তালিকার জন্য প্রথমে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে যেতে হবে।
Exceptional Trains বিকল্পে ক্লিক করতে হবে।
বাতিল, রিসিডিউল এবং ড্রাইভার্ট ট্রেনের তালিকা এখানে পাওয়া যাবে।
যাত্রী এখান থেকে নিজের ট্রেনের নাম বা নম্বর মিলিয়ে সঠিক তথ্য খুঁজে বের করতে পারবেন।