আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই জ্যাকপট জেতার সুযোগ ! জানুন লটারির রেজাল্ট
বিশ্ব বাজারে সোনার দাম ১.৫ শতাংশ বেড়ে ১৯৯৮.৩৭ ডলার হয়ে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির জেরে ভারতীয় বাজারে এমসিএক্সে সোনার দাম ১.৮ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৫৩,৫০০ টাকা হয়েছে ৷
আরও পড়ুন: এই মাসের ৩১ তারিখের মধ্যে অবশ্যই সেরে নিন ৫টি কাজ, না হলে হতে পারে বড় লোকসান
advertisement
রুশ ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে বিশ্ব বাজারে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তার জেরে বিনিয়োগকারীরা ফের একবার সোনার দিকেই ঝুঁকছেন ৷ বিনিয়োগকারীরা ঢেলে গোল্ড ইটিএফে টাকা ইনভেস্ট করছেন ৷ যার জেরে হু হু করে বেড়ে চলেছে সোনার দাম ৷
আরও পড়ুন: শীঘ্রই সেরে নিন এই কাজটি, না হলে আটকে যাবে আপনার টাকা.....
অগ্নিমূল্য সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও -
সোনার পাশাপাশি অনেকটাই দাম বেড়েছে রুপোর ৷ এমসিএক্সে রুপোর দাম ১.৫ শতাংশ বেড়ে ৭০১৭৩ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে ৷ আইআইএফ সিকিউরিটিজের অনুজ গুপ্ত জানিয়েছেন, বিনিয়োগকারীরা সোনার পাশাপাশি রুপোতেও ইনভেস্ট করছেন ৷
বিশেষজ্ঞদের মতে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জেরে আগামী দিনে আরও বাড়তে চলেছে সোনা ও রুপোর দাম ৷ বিশ্ব বাজারে সোনার দাম ২০০০-২০২২ ডলার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রুপোর দাম বেড়ে হতে পারে ২৬.৩০ থেকে ২৬.৮০ ডলার প্রতি আউন্স বলে অনুমান করা হচ্ছে ৷