আবারও খড়গপুর বিভাগে বিশেষ টিকিট চেকিং অভিযানে ৩৬২ জন যাত্রীর কাছ থেকে প্রায় ১ লক্ষ ৯৬ হাজার ২৩৫ টাকা জরিমানা আদায় করল বিশেষ চেকিং স্কোয়াড।
ইচ্ছামতো টাকা তুলছেন ATM থেকে? RBI-এর নতুন নিয়মে বড় ধাক্কা! না জানলেই ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট!
advertisement
রবিবার সারাদিন খড়গপুর বিভাগে একাধিক মেল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেনে টিকিট চেকিং অভিযান চালায় রেলের একটি বিশেষ দল। বাণিজ্যিক পরিদর্শক এবং টিকিট চেকিং স্কোয়াডের সদস্যদের নিয়ে গঠিত এই দল বিভিন্ন দূরপাল্লা ও এক্সপ্রেস ট্রেনে শাটল অভিযান চালিয়ে টিকিট ছাড়া বা ভুল টিকিট নিয়ে ভ্রমণকারীদের থেকে প্রায় দুই লক্ষ টাকা জরিমানা আদায় করে।
রেলের এক আধিকারিক বলেন, “ইতিমধ্যেই কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বিনা টিকিটে অথবা লোকালের টিকিট কেটে এক্সপ্রেস কিংবা সুপারফাস্ট ট্রেনে যাতায়াত করছেন। স্বাভাবিকভাবে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার একটি বিশেষ টিম সেই অভিযান চালায়। প্রতিদিন অভিযানের পাশাপাশি ছুটির দিনেও এই অভিযানে প্রায় দু’লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সকল যাত্রীদের কাছে অনুরোধ নির্দিষ্ট টিকিট কেটে যাতায়াত করতে হবে।”
ইতিমধ্যেই রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, যাতে রেলের রাজস্ব ক্ষতি এবং প্রকৃত যাত্রীদের অসুবিধার কোনও কারণ না হয়, সেদিকেই লক্ষ্য রেলের।
জরিমানা এড়াতে এবং ঝামেলা মুক্ত যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের যথাযথ এবং বৈধ টিকেট নিয়ে ভ্রমণ করার আবেদন জানান হয়েছে খড়গপুর ডিভিশনের তরফে। তবে আগামীতে এমন সারপ্রাইজ চেকিং চলবে বলে জানান হয়েছে।