Apple iPhone 7 (32GB): Rs 60,000
Apple iPhone 7 (128GB): Rs 70,000
Apple iPhone 7 (256GB): Rs 80,000
Apple iPhone 7 Plus (32GB): Rs 72,000
Apple iPhone 7 Plus (128GB): Rs 82,000
Apple iPhone 7 Plus (256GB): Rs 92,000
advertisement
অনেকেই ভেবেছিলেন যে Apple iPhone 7 Plus- এর টপ মডেলের দাম ১ লাখ ছাড়িয়ে যাবে ৷ কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি অনেকটা বাড়ানো সত্ত্বেও ৯২ হাজার টাম দামে পাওয়া যাবে অ্যাপলের সর্বাধুনিক ফোনটি ।
সস্তা হতে চলেছে iPhone
নতুন এই ফোনটিতে রয়েছে অত্যাধুনিক একগুচ্ছ ফিচার্স ৷ আইফোন ৭-এ থাকছে ৪.৭ ইঞ্চি স্ক্রিন ৷ আইফোন ৭ প্লাসে থাকছে ৫.৫ ইঞ্চি স্ক্রিন ৷ দুটোতেই থাকছে প্রেসার সেনসেটিভ হোম বাটন ৷ থাকছে হেলথ টুলস অ্যাক্টিভিটি ৷ আইফোন ৭ প্লাসে থাকছে ডুয়েল ক্যামেরা ৷ অন্যদিকে আইফোন ৭-এ রয়েছে হিউম্যান রেজলিউশন আই ক্যামেরা ৷ ভারতে আইফোন ৭-এর দাম শুরু হচ্ছে ৬০ হাজার টাকা থেকে ৷
অত্যাধুনিক ফিচার্স নিয়ে বাজারে এল iPhone 7, iPhone 7 Plus
দুটি রঙে পাওয়া যাবে iPhone 7। গ্লসি ব্ল্যাক জাস্ট ব্ল্যাক। আইফোন ৭ -এর বডি ১ মিলিমিটার পাতলা হতে চলেছে। আইফোন -৭ ও আইফোন-৭ প্লাস ফোনটিতে স্টোরেজ হল ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ৷
iPhone 7 ধুলো ও জল নিরোধক ৷ বাজারে আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই শোরগোল ফেলে দিয়ে iPhone 7 ৷ একই ভাবে আই ওয়াচ ২ নিয়েও আগ্রহ ছিল সবার। এটিতেও একাধিক নতুন ফিচার্স রয়েছে। এই ঘড়িতে থাকবে ম্যাপ। এর সাহায্যে বর্তমান ও অতীত অবস্থান জানা যাবে। ‘পোকেকন গো’ খেলার সুয়গ থাকবে আই ওয়াচ ২-এ ৷