দফতর- (MORTH) সূত্রে খবর, এত দিন মূল ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ টাকা দাবি করা যেত। কিন্তু ১ জুলাই নির্দেশিকাতে বলা হয়েছে, মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ টাকা চাওয়া যাবে। কিন্তু দিনের বাকি সময়ে মূল ভাড়ার সর্বনিম্ন ৫০ শতাংশ দাবি করা যাবে। ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাকে। মূল ভাড়া নির্ধারণ করবে রাজ্যসরকার।
advertisement
মন্ত্রণালয় আরও জানিয়েছে, পিকআপ পয়েন্ট ক্যাবের অবস্থান থেকে তিন কিলোমিটারের কম হলে, কোনও যাত্রীর কাছ থেকে ডেড মাইলেজের জন্য চার্জ করা হবে না। যে ক্ষেত্রে দূরত্ব ৩ কিলোমিটারের বেশি, সে ক্ষেত্রে ভাড়া কেবল পিকআপ থেকে ড্রপ-অফ পর্যন্ত প্রযোজ্য হবে। প্রতিটি রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে সংশোধিত নির্দেশিকাগুলি বাস্তবায়ন করতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, বুকিং নিশ্চিত হওয়ার পর যদি কোনও যাত্রী বুকিং বাতিল করেন, তাহলে ভাড়ার ১০ শতাংশ ফি (যা ১০০ টাকার বেশি নয়) আদায় করা যেতে পারে।