এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, কর্মী নিয়োগের এই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে গুরুগ্রাম (৪-৫ মে), বেঙ্গালুরু (৪-৫ মে) এবং মুম্বই (৫ মে)-তে। আর এই ওপেনিং রয়েছে এ৩২০ (ট্রেনি পাইলট, পাইলট ইন কম্যান্ড), বি৭৭৭/বি৭৮৭ (পিআইসি/কো-পাইলট), বি৭৩৭ (পিআইসি/কো-পাইলট)-র ক্ষেত্রে। কেবিন ক্রু (মহিলা) পদের জন্য ওয়াক-ইন ইন্টারভিউ রাখা হয়েছে চেন্নাই এবং দিল্লিতে যথাক্রমে ৯ এবং ১৫ মে, ২০২৩ তারিখে।
advertisement
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, নির্বাচিত প্রার্থীদের এই সংস্থায় নিয়োগের সময় তাঁদের বর্তমান নিয়োগকারী সংস্থার থেকে আনা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ জমা করতে হবে। তবে এ-ও জানানো হয়েছে যে, টাটা-র মালিকানাধীন অন্য কোনও সংস্থার বিমান চালক এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন: সঙ্গে থাকবে, হারানোরও ভয় নেই! দেখে নিন কীভাবে ফোনে ডাউনলোড করবেন ডিজিটাল Voter ID!
কেবিন ক্রু, পাইলট এবং এয়ারক্র্যাফ্ট মেনটেনেন্স টেকনিশিয়ান্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভিস্তারা-ও। এয়ারক্র্যাফ্ট মেনটেনেন্স টেকনিশিয়ান্স পদের জন্য প্রার্থীদের এএমই সার্টিফিকেট অথবা এয়ারবাস ৩২০-তে ন্যূনতম কাজের অভিজ্ঞতা-সহ বি১ এবং বি২ ট্রেডে ডিপ্লোমা থাকা আবশ্যক।
তবে বি২ আবেদনকারীদের আরটি লাইসেন্স থাকলে অগ্রাধিকার মিলবে। আর পাইলটদের ক্ষেত্রে এ৩২০-র উপর অন্তত ৫০০ ঘণ্টার কম্যান্ড এবং ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মুম্বই এবং গুরুগ্রামে ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে যথাক্রমে ৫ মে এবং ৭ মে, ২০২৩ তারিখে।
শুধু তা-ই নয়, নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিগো-ও। ওই সংস্থার একটি ট্যুইট থেকে জানা যাচ্ছে যে, ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে বিভিন্ন শহরে। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ, বাগডোগরা, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, ইন্দোর, কলকাতা, লখনউ, মাদুরাই, নাগপুর, পুণে, রাঁচি, তিরুপতি-র মতো শহর। মুম্বই ও কলকাতায় লিড কেবিন অ্যাটেন্ডেন্ট এটিআর নিয়োগ করবে সংস্থা। এছাড়া কলকাতায় কেবিন ক্রু (এটিআর) এবং মুম্বইয়ে কেবিন ক্রু (এয়ারবাস) নিয়োগ করা হবে।