বর্তমান সময়ে প্রতিটি মানুষই সফল জীবনযাপন করতে চায়। কিন্তু, সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রমই একমাত্র মাধ্যম, যা একজন মানুষকে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে সাহায্য করে। কিছুটা এরকম গল্পই আম্বালা শহরের বাসিন্দা মনোজ গোয়েলের। যাকে মানুষ আজ মনোজ গোয়েল আম্বালাওয়ালে নামে চেনে। এক সময়ে দোকানের বাইরে বসে থাকা ১০ বছরের এই শিশুই আজ বড় কোম্পানির মালিক। জেনে নেওয়া যাক আম্বালার এই ব্যবসায়ীর কাহিনি।
advertisement
আরও পড়ুন- টোটো নিয়ে হাজার অভিযোগ! এই ‘টোটো দিদি’-র কথা শুনলে গর্ব হবে
মনোজ গোয়েল শৈশবে সবজি বিক্রেতার কাজ করতেন। এরপর তিনি গুড়ের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করেন। আজ তিনি তাঁর নিজের গোয়েল ব্রাদার্স ট্রেডিং কোম্পানির মালিক। লোকাল 18-এর সঙ্গে কথোপকথনের সময়ে তিনি জানান, প্রায় ৩৫ বছর ধরে তিনি ব্যবসা করছেন।
মুদি দোকান থেকে ট্রেডিং কোম্পানি –
এক সময় তাঁর একটি মুদির দোকান ছিল। দোকানের বাইরে একটা প্ল্যাটফর্মে বসে লজেন্স, কলম বিক্রি করতেন। তিনি জানান, মাত্র ১০ বছর বয়সে বাড়িতে আর্থিক অবস্থা খারাপ থাকায় কাজ শুরু করেন তিনি। তিনি সবজির গাড়িও চালাতেন।
সংগ্রামে ভরা জীবন –
মনোজ গোয়েল বলেন, অতীতে টাকার অনেক মূল্য ছিল। তখন তিনি মাত্র ১ টাকা পেতেন এবং তাতেই তিন ভাইয়ের সংসার চলত। তিনি নিজে জীবনে অনেক সংগ্রাম করেছেন এবং তাঁর কঠোর পরিশ্রমের কারণে তিনি আজ একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন।
সততার বার্তা –
মনোজ গোয়েল বিশ্বাস করেন যে, জীবনে সাফল্য পেতে সৎ হওয়া জরুরি। সত্যের শক্তির মাধ্যমেই মানুষ তার লক্ষ্য অর্জন করতে পারে। কঠোর পরিশ্রম আর কাজের প্রতি সৎ থাকলে কোনও গন্তব্যই দূর হয় না। এর দৃষ্টান্ত তাঁর নিজের জীবন। সন্দেহ কী, তাঁর এই সাফল্য সবারই অনুপ্রেরণা!