আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, 'দলিত' রায়ে স্থগিতাদেশ নয়
ভারতে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্টের সঙ্গে হাত মেলাতে অফার দিয়েছিল অ্যামাজন ৷ কিন্তু উৎসাহ দেখায়নি অ্যামাজন ৷ বরং ভারতীয় এই ই-কমার্স সাইটের ওয়ালমার্টের সঙ্গে পার্টনারশিপ করায় বেশি আগ্রহ রয়েছে। যদি এই পার্টনারশিপ বাস্তবায়িত হয়, তাহলে ফ্লিপকার্টের বেশিরভাগ শেয়ার চলে যাবে এই মার্কিন রিটেল জায়েন্টের নিয়ন্ত্রণে।
advertisement
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, অ্যামাজনের দেওয়া অফার পছন্দ হয়নি ফ্লিপকার্টের ৷ তারা ২০ বিলিয়ন ডলারের অফার দিয়েছিল ৷ সূত্রের খবর, ওয়ালমার্ট ফ্লিপকার্টের সেকেন্ডারি এবং প্রাথমিক শেয়ার মিলিয়ে প্রায় ২১ বিলিয়ন ডলারের একটি চুক্তি করবে। জানা গিয়েছে, ফ্লিপকার্টের সব আমানতকারীও এই চুক্তিটি চূড়ান্ত হলে, তাদের সমস্ত শেয়ার বিক্রি করে দিতে প্রস্তুত।
আরও পড়ুন: ডুমুরগাছ থেকে পড়ছে জল, অলৌকিক নয় এর পিছনের আসল কারণ জানেন?
তবে শুধু অ্যামাজন বা ওয়ালমার্ট নয়, জানা যাচ্ছে গুগল-ও ফ্লিপকার্ট কিনতে ইচ্ছুক ৷