ছোট উদ্যোগ থেকেই শুরু হয় বড় ব্যবসাগুলি। বর্তমানের বেশ কয়েকটি বৃহৎ বিলিয়ন ডলার সংস্থাগুলির সূত্রপাত হয়েছিল একটা ছোট গ্যারেজ থেকে। বেশ কয়েকবছর ধরেই ভারতে গড়ে উঠছে প্রচুর স্টার্টআপ। পাল্লা দিয়ে বাড়ছে ছোটো ও মাঝারি আকারের ব্যবসার পরিসরও ।
অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতেও এই ব্যবসাগুলির অনবদ্য অবদান রয়েছে কারণ প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগও তৈরি করছে এই ব্যবসাগুলি । প্রারম্ভিক ব্যবসাগুলির হাত ধরে এক সার্বিক বৃদ্ধির দিকে এগিয়ে চলেছে দেশ। প্রতিটি ব্যবসায় যেটুকু লাভ হয় তা একটু একটু করেই অর্থনীতির ভিতকে আরও মজবুত করতে সাহায্য করছে । যে কোনও অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে স্টার্টআপ বা প্রারম্ভিক ব্যবসার প্রয়োজন অনস্বীকার্য। স্বাভাবিকভাবেই, ক্ষুদ্র ব্যবসাগুলিকেও এগিয়ে নিয়ে যেতে প্রচুর সুযোগসুবিধার দেওয়া প্রয়োজন, কারণ ব্যবসা শুরু করার থেকেও সেই ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করাটাও একটি বিশাল চ্যালেঞ্জ। একজন বিক্রেতা হিসেবে আপনার লক্ষ্য হল নিজ লোকালয়ের বাইরেও আপনার সামগ্রীর সুখ্যাতি পৌঁছে দেওয়া । কৃষ্ণনগরের মাটির পুতুল ফুলিয়ার টাঙ্গাইল বা ধনেখালির তাঁতশিল্পের সুখ্যাতি তো গোটা বাংলায়। তার সঙ্গে যদি এই শিল্পকর্মগুলিকে আন্তর্জাতিক স্তরেও পৌঁছে দেওয়া যায়, তাহলে বাংলার শিল্পকর্ম আরও প্রসিদ্ধ হবে ; আর এই কাজ করতেই এবার সাহায্য করবে Amazon.in ।
advertisement
উন্নত প্রযুক্তির কারণে এই স্টার্টআপগুলির একটি বিশাল ভরসার জায়গা হল অনলাইন লেনদেন । শুধুমাত্র সহজে কেনাবেচা করা, কম সময়ের মধ্যে টাকাপয়সার আদানপ্রদান-এই সুবিধাগুলি ছাড়াও অনলাইনে খুব সহজেই বিশাল সংখ্যক ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়ার সুযোগও রয়েছে । আর এই কাজেই বিশেষ সুবিধা দেবে Amazon.in । দেশের ২০,০০০ এর বেশি পিনকোডের ঠিকানার কাছে পৌঁছে যেতে সক্ষম Amazon.in । যদি আপনার ব্যবসাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে হয়, সে সুযোগ দেবে Amazon.in । Amazon.in এর সাহায্যে আপনার ব্যবসা পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ১৮০ টি দেশে ।
প্রস্তুতকারক, পাইকারী বিক্রেতা, পরিবেশক, খুচরা বিক্রেতা বা উদ্যোক্তা-প্রত্যেকেই এখন ভরসা করেন Amazon.in কে । সমগ্র ক্ষুদ্র ব্যবসার বুনিয়াদকে দৃঢ় করে তোলার পরিকল্পনাই করেছে Amazon.in । মুদি ব্যবসা, প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহকারী থেকে স্থানীয় দোকানদার-প্রত্যেকেকেই ডিজিটাল অর্থনীতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে বদ্ধপরিকর Amazon.in। সঠিক সরঞ্জাম, পরিকাঠামো ও প্রযুক্তির সাহায্যে ছোট ব্যবসাগুলিকে বৃদ্ধি করাই Amazon.in-এর মূল লক্ষ্য। ইমেজিং, ক্যাটালগিং, সরবরাহ, স্টোরেজ এবং গুদাম, বিজ্ঞাপন , রিটার্ন ম্যানেজমেন্ট, গ্রাহক সেবা সহ আরও অনেক কিছুর সাহায্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ই-কমার্স দুনিয়ায় পরিচিতি গড়ে তুলতে সাহায্য করবে Amazon.in।
ইংরেজি পরিভাষায় একটি শব্দের সঙ্গে আমরা সকলেই পরিচিত-'অন্ত্রেপ্রেনর' অর্থাৎ নিজের উদ্যোগে কোনও ব্যবসা যে শুরু করেছে। আপনি যদি সেরকমই একজন অন্ত্রেপ্রেনর হয়ে থাকেন, বা কোনও ছোট ব্যবসা পরিচালনা করেন অথবা মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য নির্দিষ্ট কোনও ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, তাহলে এটাই সঠিক সুযোগ আপনার সংস্থাকে Amazon.in -এর সঙ্গে যুক্ত করার । ক্ষুদ্র ব্যবসায়ী-সহ দেশের নানা প্রান্তের অন্ত্রেপ্রেনরদের উৎসাহ দিতে ১৬ ডিসেম্বর, ২০১৮ এ 'স্মল বিজনেস ডে' পালন করল Amazon.in ।
গ্রাহকদের জন্য কী রয়েছে ?
দূর শহরে বসে আলিগড়ে তৈরি হওয়া হস্তশিল্পের নিদর্শন কেনার জন্য এখন আর আপনাকে আলিগড়ে যেতে হবে না। Amazon.in -এ লগ ইন করে খুব সহজেই দেশের সব প্রান্তের কারিগরদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ক্রেতারা-তা বাঁকুড়ার টেরাকোটা শিল্পকলার নিদর্শন হোক অথবা কৃষ্ণনগরের পুতুল; ক্রেতারা পাবেন সবকিছুই কেবলমাত্র Amazon.in -এ ।
#AmazonSmallBusinessDay গ্রাহকদের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলের শিল্পকর্মের দেদার সম্ভার রাখবে যা আপনি আগে কখনো দেখেননি। কালা হাট, Amazon সহেলী, Amazon সিলেক্ট ও Amazon লঞ্চপ্যাড-নানা নামের আওতায় আপনি পেয়ে যাবেন প্রচুর ধরনের জিনিসপত্র । আর এই সবকিছুই ছোট ব্যবসায়ীদের সাহায্য করতে অনেকটাই সাহায্য করবে । এছাড়াও ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাকের সুবিধা। ১৬ ডিসেম্বর মধ্যরাত থেকেই শুরু হচ্ছে #AmazonSmallBusinessDay । জিনিস কিনলে অ্যামাজন দেবে প্রায় ১০% ক্যাশব্যাক । ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাহায্যার্থে দিনভর চলবে এই আকর্ষণীয় #AmazonSmallBusinessDay।
Amazon.in, স্মল বিজনেস ডের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পী ও ব্যবসায়ীরা তাঁদের জিনিসপত্র প্রদর্শন ও বিক্রি করতে পারবেন,তার সঙ্গে তাঁরা পাবেন একটি বৃহত্তর প্রচারমাধ্যম । তাঁদের শিল্প ও কাজকর্মের সঙ্গে অনুপ্রেরণাদায়ক গল্পও থাকবে সেখানে ।
Amazon.in এর হাত ধরে এই নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রায় সামিল হয়েছেন অনেকেই, তাঁদের কাহিনি শোনার জন্য এই ভিডিওটি দেখুন ।
তাহলে, Amazon.in এ নিজের সাফল্য প্রত্যক্ষ করতে আপনি তৈরি তো ?