TRENDING:

একই গাছে ১০টি রকমারি স্বাদের আম! কীভাবে এই ‘অলৌকিক’ ঘটনা ঘটালেন কৃষক?

Last Updated:

কথায় বলে, ফলের রাজা আম! আসলে এই ফল যদি সঠিক ভাবে চাষ করা হয়, তাহলে এটি উপার্জনের দুর্দান্ত বিকল্প হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেগুসরাই: গ্রীষ্মকালে মানেই তাপপ্রবাহ আর প্রখর রোদ! কিন্তু এই গরমের কষ্ট লাঘব করে একমাত্র স্বস্তি দিতে পারে মিষ্টি স্বাদের আম। কথায় বলে, ফলের রাজা আম! আসলে এই ফল যদি সঠিক ভাবে চাষ করা হয়, তাহলে এটি উপার্জনের দুর্দান্ত বিকল্প হতে পারে। আর সবথেকে বড় কথা হল, সহজেই আম চাষ করা সম্ভব। শুধু তা-ই নয়, উপার্জনও হবে দু’হাত ভরে। এভাবেই আম চাষ করে দেদার উপার্জনের পথ দেখাচ্ছেন পড়শি রাজ্য বিহারের বেগুসরাইয়ের রাম উদগার সাব।
advertisement

শুধু গরমেই নয়, সারা বছর জেলায় আম চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। আজ তাঁর সাফল্যের গল্পই শুনে নেওয়া যাক। প্রায় ১০০ প্রজাতির আম উৎপাদন হয় বলে দাবি রাম উদগারের। ওই কৃষক জানান যে, একটা আম গাছ লাগানোর দুই বছর পর থেকে তাতে ফল ধরতে শুরু করে। এর পাশাপাশি জাতীয় উদ্যানপালন মিশনের মাধ্যমে কৃষকেরা আম বাগান থেকে প্রশিক্ষণ নিয়ে এটিকে আয়ের উৎস হিসাবে তৈরি করতে পারে।

advertisement

আরও পড়ুন: ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতেই হবে! রইল বিলাসিতা না ছেড়েই সহজে অর্থ সঞ্চয় করার কিছু টিপস!

একটি গাছেই ১০ প্রজাতির আম:

কৃষক রাম উদগার সাব বলেন যে, “বিগত ১০ বছর ধরে বরকত নার্সারি চালাচ্ছি। আর এখান থেকেই আমার মাথায় আমের বাগান করার ভাবনা আসে। নার্সারি চালানোর পাশাপাশি একটি আমের বাগানও তৈরি করি আমি। ৮ বছর আগে পর্যন্ত এই বাগানে ৪৫টি আম গাছ ছিল। বর্তমানে এখানে বিভিন্ন প্রজাতির ১২০টি আম গাছ রয়েছে।”

advertisement

তিনি আরও জানান যে, শুকুল আম গাছে ১০ জাতের আম ফলে। একটি আমের গাছ থেকে প্রায় ২৫ কেজি করে আম পাওয়া যায়। শুকুল, বম্বাইয়া, সফেদ মালদহ, কৃষ্ণভোগ-সহ মোট ১০টি জাতের আম চাষ হচ্ছে। এই সব গাছের বয়স ৫ বছর। ওই বাগানে শুকুল ছাড়াও আরও ৭টি গাছ থেকে বিভিন্ন জাতের আম উৎপাদন হচ্ছে।

advertisement

সারা বছরই মেলে আম:

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিশাল জায়গা জুড়ে বিস্তৃত বরকত নার্সারিতে ডেনমার্ক এবং অলটাইম প্রজাতির আম মে, জুন এবং জুলাই মাসে পাকতে শুরু করে। শতাধিক জাতের আমের গাছ রয়েছে, ফলে ফলনও হয় দেদার। অন্য দিকে রাম উদগারের বাগানে উৎপাদিত আম বিহারের বিভিন্ন জেলার বাজারে পাঠানো হয়। ওই কৃষকের বক্তব্য, “এই বাগান থেকে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত আয় করি। বরকত নার্সারিতেও কাজের জন্য রাখা হয়েছে দু’জনকে। প্রতি মাসে যথাযথ বেতনও দেওয়া হয় তাঁদের।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
একই গাছে ১০টি রকমারি স্বাদের আম! কীভাবে এই ‘অলৌকিক’ ঘটনা ঘটালেন কৃষক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল