পরিসংখ্যানে দেখা গেছে , একাধিক কৃষক আকন্দ ফুলের চাষ করে ভাল টাকা রোজগার করছেন। বলা যেতে পারে এই আকন্দ ফুলই কৃষকের জীবনে এনে দিয়েছে উন্নতি ৷ উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) জেলার পাঁচপোতা গ্রামে আজ থেকে ২৫ বছর আগে কুমার সরকার নামে এক কৃষক প্রথম আকন্দ ফুলের চাষ শুরু করেন। চাষের পরিধি বাড়তে বাড়তে বর্তমানে পাঁচপোতা এলাকায় প্রায় ৫০০ বিঘা জমিতে আকন্দ ফুলের চাষ হচ্ছে। ফুল তোলা থেকে শুরু করে মালা গাঁথা সহ একাধিক কর্মযজ্ঞে কৃষকের পাশাপাশি বহু শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে। সারাবছর আকুন্দ ফুলের চাহিদা থাকলেও চৈত্র মাস থেকে বৈশাখ মাস ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। বিশেষ করে সপ্তাহে দুদিন সোমবার সহ সপ্তাহে তিন দিন ভালো বাজার পেয়ে থাকেন কৃষকরা (Farmer)।
advertisement
আরও দেখুন - Bangla News : পুরনো দিনে কেমন ছিল বাংলার নৌকো? হারিয়ে যাওয়া নৌকার খোঁজে News18 Bangla
তাছাড়া শিব পুজোতে চাহিদা বেশি থাকায় আকন্দ ফুল বিক্রি করে কৃষক ভালো টাকা রোজগার করেন। পাঁচপোতা গ্রামের কৃষক মনোতোষ সরদার জানালেন, আকন্দ ফুল চাষে খরচ খুব একটা বেশি নেই কিন্তু ভালো বাজারদর পাওয়া গেলে লক্ষাধিক টাকা লাভ হতে পারে। এই সময় চারিদিকে চলছে শিবের মাথায় জল ঢালা। ফলে ফুলের চাহিদাও বেড়েছে অনেকটাই।
আরও দেখুন -App Cab Fare: জ্বালানির দাম বাড়তেই ভাড়া বাড়িয়ে দিল Uber! কতটা বাড়ল ভাড়া? জানুন
এক কুড়ি ফুল দুশো টাকার উপরে ও বিক্রি হচ্ছে বলে জানালেন এক ফুল ব্যবসায়ী। এই ফুলটা কেন্দ্র করেও কিছু মানুষের অন্নসংস্থান জুটছে। কিছু মানুষ ফুল তোমার কাজ করে থাকতেন, কিছু মানুষ মালা গাঁথার কাজে নিযুক্ত রয়েছেন। ফলে এই ফুলকে কেন্দ্র করেই এখন লাভের মুখ দেখছেন চাষীরাও।
Rudra Narayan Roy