TRENDING:

AJIO Big Bold Sale: প্রচুর ডিসকাউন্টে দারুণ জিনিসপত্র! শুরু হচ্ছে অ্যাজিওর ‘বিগ বোল্ড সেল’

Last Updated:

AJIO Presents India’s Hottest Fashion Sale: এই সেলে আট থেকে আশি সবার জন্যই রয়েছে জিনিসপত্র ৷ টি-শার্টস, কুর্তা, স্নিকার, জিন্স... যা চাইবেন, সবই অনেক আকর্ষণীয় দামে পেয়ে যাবেন অ্যাজিও-র এই বিগ বোল্ড সেলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফ্যাশনপ্রেমীদের জন্য দারুণ খবর ৷ ভারতের অন্যতম বড় অনলাইন ফ্যাশন ই-রিটেলার AJIO এবার শুরু করছে বিগ বোল্ড সেল (Big Bold Sale)! ১ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যা চলবে ৫ জুলাই ২০২১ পর্যন্ত ৷ তাই আর দেরি কেন, বাজেটের মধ্যেই দুর্দান্ত সব জিনিস কিনে নিন অনলাইনেই ৷
advertisement

এ বছরের সবচেয়ে বড় ফ্যাশন সেলগুলির মধ্যে অনত্যম AJIO-র এই Big Bold Sale ৷ জামাকাপড় ও অন্যান্য সামগ্রীর উপর ৫০-৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ৷ থাকছে ৬ লক্ষের বেশি ধরণের স্টাইল এবং ২৫০০-এর বেশি ব্র্যান্ডের জিনিসপত্র ৷

advertisement

অনলাইনের কেনাকাটায় এ বছরের অন্যতম সবচেয়ে বড় সেল হতে চলেছে এই ‘বিগ বোল্ড সেল’ ৷ পাওয়া যাবে Nike, Puma, Adidas, Levis, United Colors Of Benetton-এর মতো আরও একাধিক নামী ব্র্যান্ডের জিনিসপত্র ৷ আর তাও অনেক বেশি ডিসকাউন্টে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোনম কাপুর, গুরু রানধাওয়া, শ্রুতি হাসান, মৌনি রায়, কাজল আগরওয়ালের মতো বলিউডের অনেক তারকারাই এই মেগা ইভেন্টের সঙ্গে যুক্ত ৷ এই সেলে আট থেকে আশি সবার জন্যই রয়েছে জিনিসপত্র ৷ টি-শার্টস, কুর্তা, স্নিকার, জিন্স... যা চাইবেন, সবই অনেক আকর্ষণীয় দামে পেয়ে যাবেন অ্যাজিও-র এই বিগ বোল্ড সেলে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
AJIO Big Bold Sale: প্রচুর ডিসকাউন্টে দারুণ জিনিসপত্র! শুরু হচ্ছে অ্যাজিওর ‘বিগ বোল্ড সেল’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল