TRENDING:

গ্রাহকদের জন্য সুখবর, এয়ারটেল নিয়ে এল নয়া প্ল্যান !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  সম্প্রতি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক ভারতী অ্যাক্সা জেনারেল ইনস্যুরেন্সের সঙ্গে পার্টনারশিপে লঞ্চ করেছে ইনস্যুরেন্স প্রোডাক্ট ৷ এই ইনস্যুরেন্সে গ্রাহকরা টু উইলার ইনস্যুরেন্সে বার্ষিক প্রিমিয়ামে প্রায় ৭০ শতাংশ বাঁচাতে পারবেন ৷ এছাড়া পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার, থার্ড পার্টি ও যাচাই ছাড়া রিনিউয়াল করাতে পারবেন ৷ পাশাপাশি গাড়ির কিছু ভেঙে গেলে ক্লেম করার জন্য কোনও অতিরিক্ত চার্জ দিত হবে না ৷
advertisement

বর্তমানে এই পরিষেবা কেবল মাই এয়ারটেল অ্যাপ ও ৪০০০০ এর বেশি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কিং পয়েন্টে মিলবে ৷ এই ইনস্যুরেন্সে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার ও পেপারলেস সুবিধা পাবেন ৷

Bharti AXA General Insurance এমডি জানিয়েছেন এর জেরে সংস্থার গ্রাহক সংখ্যা আরও বাড়বে এবং সাধারণ মানুষ আরও সস্তায় ইনস্যুরেন্স করাতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

নিয়ম থাকা সত্ত্বেও এই মুহূর্তে দেশের ৭৫ শতাংশ টু উইলারের ইনস্যুরেন্স করা নেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য সুখবর, এয়ারটেল নিয়ে এল নয়া প্ল্যান !