TRENDING:

‘জিও এফেক্ট’ ! এবার সমস্ত ভয়েস কল ফ্রি-র অফার এয়ারটেলেও

Last Updated:

এই দুই বিশেষ প্যাকে কী কী সুবিধা পাওয়া যাবে, সেটা একবার দেখে নেওয়া যাক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রিল্যায়েন্স জিওকে টেক্কা দিতে এখন মাঠে নেমে পড়েছে সব সংস্থাই ৷ কয়েকদিন আগেই মাসে মাত্র ১৪৫ টাকায় ভয়েস কল ফ্রি-র দারুণ অফার দিয়েছিল বিএসএনএল ৷ এবার সেই পথে হাঁটল এয়ারটেলও ৷ এর জন্য একটা নয়, দু-দু’টো অফার প্যাক বাজারে আনল এয়ারটেল ৷ বিএসএনএলের মতো ১৪৫ টাকার প্যাকের পাশাপাশি ৩৪৫ টাকারও প্যাকও বাজারে এনেছে ভারতী এয়ারটেল ৷ এই দুই বিশেষ প্যাকে কী কী সুবিধা পাওয়া যাবে, সেটা একবার দেখে নেওয়া যাক ৷
advertisement

১৪৫ টাকা প্যাক

এই টাকার রিচার্জ করলেই সম্পূর্ণ বিনামূল্যে STD ও লোকাল কল করতে পারবেন গ্রাহকরা ৷ এর পাশাপাশি ৩০০ এমবি ৪জি ডেটাও পাওয়া যাবে এই অফারে ৷ কিন্তু যারা ৪জি হ্যান্ডসেট ব্যবহার করেন না, তারা ৫০ এমবি ডেটা ফ্রি পাবেন ৷ সঙ্গে বিনামূল্যে করতে পারবেন সমস্ত ভয়েস কল ৷ এই অফার বৈধ থাকবে ২৮ দিনের জন্য গোটা দেশেই ৷

advertisement

৩৪৫ টাকার প্যাক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু ১৪৫ টাকাই নয়, রয়েছে ৩৪৫ টাকার প্যাকও ৷ এই অফারে ১ জিবি ৪জি ডেটা বিনামূল্যে পাবেন গ্রাহকরা ৷ সঙ্গে লোকাল ও STD সব কল ফ্রি তো রয়েছেই ৷ কিন্তু যারা ৪জি হ্যান্ডসেট ব্যবহার করেন না, তারা এই অফারে ৫০ এমবি ডেটাই বিনামূল্যে পাবেন ৷ সঙ্গে ফ্রি সব ভয়েস কল ৷ আপাতত এয়ারটেলের দিল্লি সার্কলের জন্য এই প্যাক বাজারে আসলেও দেশের বিভিন্ন সার্কলের উপর এই অফার নির্ভর করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘জিও এফেক্ট’ ! এবার সমস্ত ভয়েস কল ফ্রি-র অফার এয়ারটেলেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল