TRENDING:

১২০ জিবি ৪জি ডেটা একেবারে বিনামূল্যে !

Last Updated:

ইন্টারনেটের দুনিয়ায় জিও-এর ইন্ট্রোডাক্টরি অফার বিপ্লব সৃষ্টি করেছে ৷ তার পর থেকেই নড়েচড়ে বসেছে য়ারটেল, আইডিয়া, ভোডাফোনের মতো ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সার্ভিস অপারেটররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক অফার দিয়ে গ্রাহকদের চমকে দিচ্ছে মোবাইল প্রদানকারী সংস্থাগুলি ৷ ইন্টারনেটের দুনিয়ায় জিও-এর ইন্ট্রোডাক্টরি অফার বিপ্লব সৃষ্টি করেছে ৷ তার পর থেকেই নড়েচড়ে বসেছে য়ারটেল, আইডিয়া, ভোডাফোনের মতো ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সার্ভিস অপারেটররা। গ্রাহকদের জন্য নতুন ইনফিনিটি পোস্ট পেড অফার নিয়ে এল এয়ারটেল ৷ নতুন এই অফারে এয়ারটেল গ্রাহকরা আইফোন ৭ বা আইফোন ৭ প্লাস কিনলে প্রতি মাসে ১০ জিবি ফ্রি ৪জি বা ৩জি ডেটা পাবেন একেবারে বিনামূল্যে৷ অফারটি গ্রাহকরা পাবেন এক বছরের জন্য ৷ অথার্ৎ মোট ১২০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা ৷ এয়ারটেল রিটেল স্টোর বা ওয়েবসাইট থেকে এই অফারটি পাওয়া যাবে ৷
advertisement

ভারতী এয়ারটেলের ভারতের ডিরেক্টর অপারেশনস অজয় পুরি জানিয়েছেন, ‘গ্রাহকদের জন্য এই অফারটি আনতে পেরে আমরা খুবই খুশি ৷ এযাবৎকালের মধ্যে লঞ্চ হওয়া আইফোনগুলির মধ্যে সবথেকে উন্নত আইফোন ৭ ৷ সেই ফোনে ইন্টারনেটের ভরপুর ফায়দা যাতে গ্রাহকরা পেতে পারে সেই কথা মাথায় রেখেই এই অফার নিয়ে এসেছে এয়ারটেল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সংস্থার তরফে জানানো হয়েছে ফ্রি ডেটার পাশাপাশি ইনফিনিটি পোস্ট পেডে গ্রাহকদের জন্য থাকছে আরও আকর্ষণীয় অফার ৷ বিনামূল্যে লোকাল ফোন, ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ সঙ্গে থাকছে অপশনাল ফ্রি এসটিডি কল ও ফ্রি রোমিংয়েরও সুবিধা ৷ Wynk Music ও Wynk Movies-এর অ্যাকসেসও পাবেন একেবারে বিনামূল্যে৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১২০ জিবি ৪জি ডেটা একেবারে বিনামূল্যে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল