দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্থায়ী আমানতে একবছর বা তার কম সময়ের জন্য রাখা টাকা অথবা কোটি টাকার কম অঙ্কের টাকার উপর সুদের হার ০.২৫ শতাংশ কমাতে চলেছে ৷ পয়লা অক্টোবর থেকেই ফিক্সড ডিপোজিটে এই নতুন হারে সুদ মিলবে ৷
নয়া সুদের হার অনুযায়ী, এক বছরের কম সময়ের জন্য রাখা স্থায়ী আমানতে এবার থেকে সুদ মিলবে ৬.৫০ শতাংশ হারে ৷ পূর্বে এই সুদের হার ছিল ৬.৭৫ শতাংশ ৷
advertisement
অন্যদিকে, ষাটোর্ধ্ব অর্থাৎ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও স্থায়ী আমানতে সুদের হার কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে SBI ৷ এর আগে প্রবীণ নাগরিকেরা এই ধরনের স্থায়ী আমানতে ৭.২৫ শতাংশ হারে সুদ পেতেন ৷
Location :
First Published :
October 04, 2017 12:11 PM IST