স্বনির্ভর দলের সদস্যদের মুক্তা চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হল পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের পর দাঁতন ২ ব্লকে ৩০ জন স্ব-সহায়ক দলের মহিলাকে এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ব্লক প্রশাসনের উদ্যোগে জেলা গ্রামোন্নয়ন দফতরের সহযোগিতায় তিরিশ জনকে ৩০ দিনের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
প্রসঙ্গত, বিজ্ঞানসম্মত উপায়ে গ্রামীন এলাকায় পুকুরেই চাষ করা হচ্ছে মুক্তার। যা বিক্রি করে লাভও জুটছে বেশ। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে স্ব-সহায়ক দলের মহিলাদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়ার চিন্তাভাবনা জেলা প্রশাসনের। জেলা প্রশাসন জানাচ্ছে জেলাতে দাসপুরের পর দাঁতন দুই ব্লকে মুক্তা চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হল মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ। ৩০ দিনের প্রশিক্ষণের পর উৎসাহীদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হবে। এই ৩০ দিনে মহিলারা হাতে কলমে শিখছেন মুক্তা চাষ। লাভজনক এই চাষে বেশ আগ্রহ পাচ্ছেন তাঁরা।
ব্লক প্রশাসনের বক্তব্য, গ্রামের মহিলারা যাতে অন্যান্য কাজের পাশাপাশি মুক্তা চাষ করে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই প্রশিক্ষণ। স্বনির্ভর দলের মহিলাদের এই চাষে উৎসাহ দিতে ও আর্থিক দিক থেকে উন্নয়ন ঘটাতে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
সম্প্রতি এই চাষের প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গ্রামোন্নয়ন দফতরের প্রকল্প অধিকর্তা গোবিন্দ হালদার, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রজনীশ যাদব, দাঁতন দুই ব্লকের স্বনির্ভর গোষ্ঠী ও সংযুক্তি দফতরেরসুপারভাইজার সুব্রত সংকর গিরি-সহ অন্যরা। প্রশিক্ষণ পেয়ে খুশি মহিলারাও।
রঞ্জন চন্দ