উচ্চতায় ২ থেকে ৮ ফুট পর্যন্ত হতে পারে। এটি ঘরের অভ্যন্তরের বিভিন্ন বিষাক্ত গ্যাস ও দূষিত পদার্থকে অপসারণ করে, বাতাসকে করে পরিশুদ্ধ। রুমের তাপমাত্রা ১৬-২৬ ডিগ্রি সেলসিয়াসে এটি টিকে থাকতে পারে। বর্তমানে এই গাছের চাহিদা বিপুল পরিমাণে বেড়ে যাওয়ায়, পরীক্ষামূলকভাবে এই গাছের চাষ শুরু হয়েছে বসিরহাটের হংকং উদ্যানে।
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই গাছের। এই গাছের চাহিদা দিন দিন বেড়ে যাওয়ায়, গাছের বীজ থেকে চারাগাছ তৈরি করে বেকার যুবকরা স্বনির্ভর হতে পারবেন বলে জানালেন উদ্যানের উদ্যোক্তা।
পাশাপাশি এই গাছ টবে লাগিয়ে অনুষ্ঠান বাড়িতে ভাড়া দিয়েও অনেক বেকার যুবকেরা কর্মসংস্থানের নতুন দিশা দেখতে পারেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা অমিনুর ইসলাম তার ৬০ বিঘা জমির মধ্যে কয়েক বিঘা জমিতে এই এরিকা পাম গাছের চাষ করেছেন। একই সঙ্গে তিনি যেমন এই গাছের বীজ থেকে চারা তৈরি করছেন তেমনিভাবে তিনি নতুন চারা তৈরি করে বিক্রিও করছেন।
জুলফিকার মোল্যা