প্রশিক্ষন দেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ ডা: প্রশান্ত চট্টোপাধ্যায়। তিনি এদিন বলেন, রঙিন মাছ চাষে সমস্যা ও সমাধান কী ভাবে করা হবে সে বিষয়ে চাষিদের সহায়তা করা হয়। পাশাপাশি প্রশিক্ষকদের এদিন হাতে কলমে মাছের উপর চিকিৎসা করে দেখানো হয়।
আরও পড়ুন: অঘোর চতুর্দশী! মহানিশায় এই গুপ্ত শিবরাত্রি পালন করলে যে কোনও কার্য সিদ্ধি!
advertisement
সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে মাছ চাষিরা তারা বিভিন্ন রকমের মাছ চাষ করে ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং বিভিন্ন কারণে এই ব্যবসা করে সমস্যায় পড়তে হচ্ছে সেই সমস্ত চাষিদের যারা যাতে নিজেরা স্বাবলম্বীর পাশাপাশি উপার্জন করতে পারে। সেই দিক টার উপরে বিশেষ নজর দেয়া হয়েছে। মূলত ও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই রঙিন মাছ চাষ করে মাছ চাষিরা লাভবান হচ্ছে। যাতে এই সুন্দর মনের কৃষকরা এই রঙিনমাছ চাষ করে তারা অধিক মূল্য লাভ করতে পারে তার উপরেই মূলত প্রশিক্ষণ দেওয়া হয়।
সুমন সাহা