স্বাস্থ্যের দিক থেকে বিচার করলে সাদা তিল ও কালো তিল দুটোই ভীষণ উপকার। এই দুই ধরনের তিল আলাদা আলাদা পুষ্টিগুণ সমৃদ্ধ। অন্যদিকে বাজারে তিলের বীজ কিনতে গেলে এই দুই তিল বীজের মধ্যে ১ কেজি কালো তিলের বীজ যেখানে ৩০০ টাকা কেজি। সেখানেই এই সাদা তিল বীজের দাম ৫০০ টাকা কেজি। দুই তিল বীজের দামের মধ্যে সাদা তিল বীজের দাম বেশি। বিগত কয়েক বছর ধরেই সাদা ও কালো এই দুই ধরনের তিল চাষের সাথে যুক্ত তিল চাষি প্রভাস সরকার।
advertisement
আরও পড়ুন: বিরাট শক্তি বাড়িয়ে আসছে রিমল! দিঘা-সহ আরও দুই জেলায় লাল সতর্কতা জারি! গতিবেগ ভয় ধরাবে
তিল চাষি প্রভাস সরকার জানান, সাদা তিলের বাজারে চাহিদা থাকলেও এর ফলন কম ও রোগ পোকার আক্রমণ বেশি। অন্যদিকে কালো তিলের চাহিদা কম থাকলেও ফলন বেশি। কালো তিল চাষে খুব বেশি পরিশ্রম হয় না। কিন্তু সাদা তিল চাষে মাঝেমধ্যেই জমিতে নিরানির প্রয়োজন পড়ে। কারণ এই তিল গাছে বেশি পরিমাণে রোগ পোকার আক্রমণের পাশাপাশি আগাছা জন্মায়। তাই সাদা তিল গাছের একটু যত্নের প্রয়োজন হয়।
এই দুই তিলের ব্যাপারে কৃষি বিশেষজ্ঞ রাধিকারঞ্জন দেবভূতি জানান, এই এলাকার মাটি অম্ল যুক্ত মাটি এই মাটিতে কালো তিলের ফলন ভাল হয়। সাধারণত মার্চ বা এপ্রিল মাসে এই তিল লাগানো হয়। এই তিল চাষ করতে গেলে বিশেষ করে জৈব সারের প্রয়োজন হয়। এছাড়া জমিতে সোহাগা বা বোরাক্স ব্যবহার করলে তিলের দানা ভাল হয়। এছাড়া সাদা তিলের তুলনায় কালো তিলে তেলের পরিমাণ বেশি হয়। সাদা তিল বীজের দাম যেমন বেশি তেমনি এর ফলনও কম। তাই সাদা ও কালো তিলের মধ্যে অবশ্যই কালো তিল চাষ করার পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞ।
পিয়া গুপ্তা