TRENDING:

Farming News: ২ টাকায় চারা গাছ, লক্ষ টাকা রোজগারের সুযোগ দিচ্ছে বিহারের রাজ্য সরকার

Last Updated:

Farming News: প্রকৃতপক্ষে, বিহারের উদ্যানপালন বিভাগ পেঁপে চাষ জনপ্রিয় করতে বিশেষ প্রচার শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাত্র ২ টাকার একটি চারা রোপণ করে বহুগুণ লাভ করা যেতে পারে— এমন কথা কি সত্যিই কেউ ভেবে দেখেছেন! শুনতে যতই অদ্ভুত লাগুক, কথাটা একেবারে সত্যি। কথা হচ্ছে পেঁপে গাছের। এই গাছে চারা কিনতে পাওয়া যাচ্ছে মাত্র ২ টাকায়। আর তা থেকে লাভ করা যায় প্রচুর।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

প্রকৃতপক্ষে, বিহারের উদ্যানপালন বিভাগ পেঁপে চাষ জনপ্রিয় করতে বিশেষ প্রচার শুরু করেছে। পেঁপে চাষ করে কৃষকরা ভাল মুনাফা অর্জন করতে পারেন বলে অধিদফতরের কর্তারা মনে করছেন। কৃষকদের উৎসাহিত করতে রাজ্য সরকার পেঁপে চাষে ৭৫ শতাংশ ভর্তুকিও দিচ্ছে।

এক একরে এক হাজার গাছ—

উদ্যানপালন আধিকারিক কিরণ ভারতী জানান, মাধেপুরা জেলায় পেঁপে চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে জেলার উদকিশনগঞ্জ মহকুমার অন্তর্গত আলমনগর ও চৌসা ব্লকে এই চাষ করা হচ্ছে। এলাকার কৃষকরা লাভও পাচ্ছেন। জেলার কৃষক যাঁরা পেঁপে চাষ করতে চান তাঁদের উদ্যানপালন বিভাগ থেকে এক একরে ১০০০ চারা দেওয়া হচ্ছে।

advertisement

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম, অনুষ্ঠানে মমতা-শুভেন্দু

আরও পড়ুন: ভাতের চেয়েও ভাল ‘পান্তাভাত’…? গবেষণায় চমকে দেওয়া ফল! গরমকে তুড়ি মেরে ঠান্ডা করুন পান্তায়

এর উপর তাঁরা ৭৫ শতাংশ অনুদানও পাবেন। তিনি জানান, এই এলাকায় ‘রেড লেডি’ জাতের পেঁপে চাষ করা হয়েছে। তবে তাইওয়ান জাতেরও চাষ করা যায় এই এলাকায়। ‘রেড লেডি’ জাতের ফল সব থেকে কম সময়ে সব থেকে বেশি ফল দিতে পারে। একটি গাছ থেকে ৩০ থেকে ৪০ কিলোগ্রাম ফল পাওয়া যায়।

advertisement

জানা গিয়েছে, উদ্যানপালন বিভাগ প্রথমে চারা প্রতি ৬ টাকা ৫০ পয়সা দাম টাকা নেয়। কিন্তু এক বছর পর ওই কৃষকের অ্যাকাউন্টে ৪ টাকা ৫০ পয়সা ভর্তুকি দেওয়া হয়।

অনলাইনে আবেদন—

সংশ্লিষ্ট আধিকারিক জানান, এই প্রকল্পটি মুখ্যমন্ত্রীর উদ্যানপালন মিশনের অধীনে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের সুবিধা নিতে, যে কোনও কৃষক উদ্যানপালন বিভাগের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। এছাড়াও যাঁরা নিবন্ধিত কৃষক তাঁরা কিষাণ ভবন বা তাঁদের আশপাশের CSC থেকে অনলাইনে আবেদন করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই স্কুলের কোনও ছাত্রী সেনার উচ্চপদে, কেউ আবার বিজ্ঞানী! ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা
আরও দেখুন

আবেদনের জন্য জমির নথি, রশিদ এবং কৃষকের রেজিস্ট্রেশন নম্বর-সহ আধার কার্ডের একটি অনুলিপি জমা দিতে হবে। অনলাইনে আবেদন পাওয়ার পর আবেদন যাচাই করে দেখা হবে। তারপর অধিদফতর থেকে চাহিদা অনুযায়ী চারা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Farming News: ২ টাকায় চারা গাছ, লক্ষ টাকা রোজগারের সুযোগ দিচ্ছে বিহারের রাজ্য সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল