বিশেষ করে বর্তমানে তরুণ সমাজ নিজেদের শিক্ষাগত অভিজ্ঞতা এবং নানা বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করে কৃষিকাজকে আরও প্রসারিত করতে আগ্রহী। অনেকে তরুণই আবার লোভনীয় চাকরি ছেড়েও চাষবাসের দিকে মনোযোগ দিয়েছেন। কৃষিকাজে নানা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তাঁরা চাইছেন বিশ্ব বাজারের সঙ্গে মোকাবিলা করতে। সম্প্রতি তেমনই এক ব্যক্তির কথা প্রচারের আলোয় উঠে এসেছে।
advertisement
দার্জিলিং খবর | Darjeeling News
আরও পড়ুনঃ অনুজের ডিজাইনের ক্যামেরা ছবি তুলবে চাঁদের! চন্দ্রযান অভিযানের অংশীদার ইসলামপুরের এই বাঙালি বিজ্ঞানী
এই ব্যক্তির নাম ভৈরেশ। পেশায় তিনি পুলিশ কনস্টেবল। তবু ভৈরেশ কৃষিকাজের সঙ্গে যুক্ত। নিজেকেও তিনি কৃষক পরিচয়েই দেখতে আগ্রহী। তিনি কর্নাটকের বেলুড় তালুকের অন্তর্গত হালেবিদু হোবালি বাস্তিহাল্লি গ্রামে এক একর জমিতে টমেটো চাষ করেছেন। ইতিমধ্যে এক হাজার বাক্স টমেটো বিক্রি করে ২০ লক্ষ টাকা আয় করেছেন ভৈরেশ।
আরও পড়ুনঃ দার্জিলিং-কালিম্পং যাওয়ার টিকিট কেটেছেন? কতটা দুর্ভোগ কপালে? রইল ৫ দিনের আবহাওয়ার আপডেট
সারাদিন আইন শৃঙ্খলা রক্ষার কাজ থাকা সত্ত্বেও তিনি কৃষিকাজ থেকে নিজেকে অবসর দেননি। এই পুলিশ কনস্টেবল সরকারি কাজের চাপ সত্ত্বেও নিজের পৈতৃক কাজ চালিয়ে গিয়েছেন এবং চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন।
সম্প্রতি সারা দেশ জুড়ে টমেটোর চাহিদা বৃদ্ধি পেয়েছে। এবারে অসময়ের বর্ষা ও শীতের কারণে টমেটোর ফলন ভাল না হওয়ায় অনেক চাষিই লোকসান করেছেন। তাই বাজারে টমেটোর দাম এখন আকাশ ছোঁয়া। সেই সঙ্গে টমেটো রফতানিতে দেশের অনেক স্থানেই এই ফলের দাম বাড়ছে। অনেক চাষিই অতিরিক্ত লাভের আশায় এখন টমেটোর চাষ করছেন। ভৈরেশ, যিনি হাসান থানায় কনস্টেবল হিসেবে চাকরি করেন তিনিও কৃষিকাজে যোগ দিয়েছেন। এবারে ফলন ভাল হওয়ায় অনেক টাকা লাভও করেছেন ভৈরেশ।