TRENDING:

South 24 Parganas News: সাগরের নোনা জলে প্লাবিত এলাকায় কৃষকদের লাভের মুখ দেখাচ্ছে নোনাস্বর্ণ ধান

Last Updated:

এই নোনাস্বর্ণ ধান নোনামাটি এলাকায় চাষ করা যায়, সেই সঙ্গে জলের পরিমাণ খুবই কম লাগে। ফলে এই ধান চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: সাগরের নোনা জলে প্লাবিত এলাকায় কৃষকদের লাভের মুখ দেখাচ্ছে নোনাস্বর্ণ ধান। এই ধান নোনা এলাকায় চাষ করা যায়, সেই সঙ্গে জলের পরিমাণ খুবই কম লাগে। ফলে এই ধান চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের পরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল নোনা জলে। চাষের জমিতে নোনা জল প্রবেশ করায় চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছিল সেবছর। আর এরপর শুরু হয় বিকল্প ধান চাষের চিন্তাভাবনা।
advertisement

আরও পড়ুন: নাগা সাধুদের বিদ্যুৎ বিল মুকুব না করায় ক্ষোভ

ইয়াসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সাগর ব্লক। সেবার সাগর ব্লকের ১৬ টি মৌজার ধান নষ্ট হয়ে যায়। সেজন্য সাগর ব্লকেই পরীক্ষামূলকভাবে শুরু হয় এই নোনাস্বর্ণ ধান চাষের কাজ। সাগরের ২২ টি মৌজায় ৪০০ একর জমিতে শুরু হয় ধানচাষ। সেই ধান চাষ করে সাফল্য মেলায়, সুন্দরবনের বিভিন্ন জায়গায় এই ধান চাষ করার পরিকল্পনা রয়েছে। এ নিয়ে কৃষি আধিকারিক(এএইও) তপন কুমার দাস জানান সাগরেই পরীক্ষামূলক ভাবে এই ধান চাষ শুরু হয়েছিল। এই ধান চাষের জন্য নোনা জমিতে এক থেকে দু’বার মিষ্টি জল দিয়ে ধুয়ে দেওয়া হয়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এরপরই চাষের জন্য জমি উপযুক্ত হয়ে যায়। এই চাষে ব্যাপক ফলন মেলায়, তাঁরা কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করে প্রদর্শন করছেন। বিঘাপ্রতি ১৪ থেকে ১৫ মন করে এই ধান উৎপাদন হচ্ছে বর্তমানে। এই ধান সুন্দরবনের অন্যান্য জায়গায় চাষ করলে আগামীতে ব্যাপক সাফল্য পাওয়া যাবে বলে মনে করছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
South 24 Parganas News: সাগরের নোনা জলে প্লাবিত এলাকায় কৃষকদের লাভের মুখ দেখাচ্ছে নোনাস্বর্ণ ধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল