আরও পড়ুন: ৫ বছরের জন্য ৩০,০০০ টাকা না ৩০ বছরের জন্য ৫,০০০ টাকা? কোন SIP বেশি রিটার্ন দেবে জেনে নিন
সবজি চাষে লাভ মিলছে না সেই অর্থেই গ্রামের বেশিরভাগ চাষিরা এখন ফুল চাষে ব্যস্ত। কম খরচেই দারুন লাভ। শিলিগুড়ি মহকুমা রাঙাপানি রাধাজোত গ্রামে একসময় প্রায় প্রত্যেকেই চাষাবাদ করে জীবন যাপন করতো। বর্তমানে সবজি ছেড়ে রংবেরঙের ফুল চাষে ব্যস্ত গ্রামের বহু মানুষ। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে সবজির ফলন কম আবার কখনওফসল ভালহলেও তার সঠিক দাম না মেলায় মাথায় হাত পড়ে চাষীদের। তাই বর্তমানে গ্রামের প্রায় আশি শতাংশ লোকের ভরসা এই ফুল চাষ ।
advertisement
আরও পড়ুন: Debit Card ছাড়াই বদলান UPI পিন! ধাপে ধাপে দেখে নিন পুরো পদ্ধতি
এই প্রসঙ্গে গ্রামের এক ফুল চাষি অশোক মজুমদার বলেন সবজি চাষের থেকে কম খরচায় এই ফুল চাষ করে ব্যবসায় লাভ ভালো হচ্ছে। এছাড়া সারা বছরই বাজারে ফুলের চাহিদা থাকে। নানান পুজো বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানেও বর্তমানে ফুল ব্যবহার হওয়ায় বছরজুড়েই বাজারে ফুলের চাহিদা লক্ষ্য করা যায়। গ্রামের প্রায় বেশির ভাগ জমিতেই শুরু হয়েছে ফুল চাষ। রয়েছে হলুদ, লাল, কমলা রঙের গাঁদা ফুল, এছাড়া চাষ হচ্ছে ব্লসম। ফুল চাষের পর বাগান থেকে ফুলগুলি তুলে মালা গেঁথে তা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এছাড়াও সরাসরি বাগান থেকেও খুচরো ফুল বিক্রি করা হয়।
বর্তমানে শিলিগুড়ির বুকে এই জায়গা শুধু ব্যবসার ক্ষেত্রে নয় প্রকৃতি প্রেমিকদের কাছেও আদর্শ হয়ে উঠেছে। কেউ ছুটে যাচ্ছেন ফুল কিনতে আবার কেউ রংবেরঙের ফুলের মাঝে তুলছেন রিলস বা সেলফি। সব মিলিয়ে শহরের কোলাহল ছেড়ে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এই রংবেরঙের ফুল মন মুগ্ধ করবে আপনার।
সুজয় ঘোষ