এই ড্রোনের ধারণ ক্ষমতা ১০ লিটার। ১০ লিটার তরল এক একর জমিতে স্প্রে করা যাবে। ১০ লিটার জলে ৩০০ মিলিলিটার ওষুধ মেশাতে হবে। এই ড্রোনের মাধ্যমে এক একর জমি স্প্রে করতে মিনিট ছয়েক সময় লাগবে। গাছের ১০ থেকে ১৫ ফুট উপরে অতি সূক্ষ্ম কণায় স্প্রে করা হয় যার জন্য গাছের রক্ষণাবেক্ষণ সহজ হয়।
advertisement
আরও পড়ুনঃ মাত্র ৯০ দিনেই হবেন লাখপতি! এই ব্যবসা শুরু করুন সামান্য জায়গা থাকলেই, রোজগার কেউ আটকাতে পারবে না
কালিয়াগঞ্জ কৃষি দফতরের আধিকারিক মৌমিতা সরকার বলেন, এই ড্রোনের মাধ্যমে কৃষকদের কম সময় কম খরচে জমিতে কীটনাশক স্প্রে করতে পারবেন। যে কোনও চাষবাসের ক্ষেত্রেই এ বার থেকে এই ড্রোনের প্রয়োগ করা যাবে। উত্তর দিনাজপুর কৃষি দফতর থেকে কৃষকরা এই ড্রোন মেশিনটি কিনে নিতে পারবেন।
মেশিনটির দাম ৮ লক্ষ টাকা। এ ক্ষেত্রে এই ড্রোন নিলে সরকার থেকে কিছু ভর্তুকিও পাবেন কৃষক। কোনও কৃষক যদি চান এই ড্রোন ভাড়া হিসেবেও নেওয়া যাবে। তবে এই ড্রোনের ব্যবহারের আগে প্রত্যেক কৃষককে পাইলট ট্রেনিং নিতে হবে।
পিয়া গুপ্তা