TRENDING:

Farming Tips: কৃষিতে বিরাট বদল! এই পদ্ধতিতে কৃষকদের কমবে খরচ বাঁচবে সময়, সাহায্য করবে সরকার

Last Updated:

Agriculture Tips: সরকার থেকে কিছু ভর্তুকিও পাবেন কৃষক। কোনও কৃষক যদি চান এই ড্রোন ভাড়া হিসেবেও নেওয়া যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিয়াগঞ্জ: পরীক্ষামূলকভাবে ড্রোনের মাধ্যমে কৃষিক্ষেত্রে কীটনাশক স্প্রে করার উদ্যোগ নিল কৃষি দফতর। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের হাতে কলমে এই ড্রোনের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ড্রোনের মাধ্যমেই এ বার কৃষকরা জমিতে কৃষি খাদ্য বা অনুখাদ্য দিতে পারবে খুব সহজে।
advertisement

এই ড্রোনের ধারণ ক্ষমতা ১০ লিটার। ১০ লিটার তরল এক একর জমিতে স্প্রে করা যাবে। ১০ লিটার জলে ৩০০ মিলিলিটার ওষুধ মেশাতে হবে। এই ড্রোনের মাধ্যমে এক একর জমি স্প্রে করতে মিনিট ছয়েক সময় লাগবে। গাছের ১০ থেকে ১৫ ফুট উপরে অতি সূক্ষ্ম কণায় স্প্রে করা হয় যার জন্য গাছের রক্ষণাবেক্ষণ সহজ হয়।

advertisement

আরও পড়ুনঃ মাত্র ৯০ দিনেই হবেন লাখপতি! এই ব্যবসা শুরু করুন সামান্য জায়গা থাকলেই, রোজগার কেউ আটকাতে পারবে না

কালিয়াগঞ্জ কৃষি দফতরের আধিকারিক মৌমিতা সরকার বলেন, এই ড্রোনের মাধ্যমে কৃষকদের কম সময় কম খরচে জমিতে কীটনাশক স্প্রে করতে পারবেন। যে কোনও চাষবাসের ক্ষেত্রেই এ বার থেকে এই ড্রোনের প্রয়োগ করা যাবে। উত্তর দিনাজপুর কৃষি দফতর থেকে কৃষকরা এই ড্রোন মেশিনটি কিনে নিতে পারবেন।

advertisement

মেশিনটির দাম ৮ লক্ষ টাকা। এ ক্ষেত্রে এই ড্রোন নিলে সরকার থেকে কিছু ভর্তুকিও পাবেন কৃষক। কোনও কৃষক যদি চান এই ড্রোন ভাড়া হিসেবেও নেওয়া যাবে। তবে এই ড্রোনের ব্যবহারের আগে প্রত্যেক কৃষককে পাইলট ট্রেনিং নিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Farming Tips: কৃষিতে বিরাট বদল! এই পদ্ধতিতে কৃষকদের কমবে খরচ বাঁচবে সময়, সাহায্য করবে সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল