আরও পড়ুন: ছাদে লাগিয়ে ছিলেন ড্রাগন, বাড়ি সেজে উঠেছে সেই গাছেই!
এই সবজি চাষের মধ্যে রয়েছেন পেঁপে ঢেড়স বেগুন লঙ্কা লাউ পুঁইশাক চাষ করতে দেখা যাচ্ছে। আর এই ধরনের সবজি বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে।এই সবজি চাষ করায় পুকুরপাড় আগাছামুক্ত রাখার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। এছাড়া বিভিন্ন গাছের শিকড়ের কারনে পুকুরের পাড়ের মাটি ধরে রাখা সক্ষম হয়। সবজি চাষের পাশাপাশি পুকুরগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় মাছ, যেমন, রুই, কাতলা, নাইলোটিকা, তেলাপিয়া, গ্রাসকার্প, কই, শিঙ্গি, সহ নানা জাতের মাছ চাষ হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এ প্রসঙ্গে জমিতে পুকুর এবং বাগান তৈরি করা এক চাষী বলেন সাধারণত আমরা দেখেছি অনেকেই অপরিকল্পিতভাবে পুকুর তৈরি করে। আর সেখানে তারা শুধু মাছ চাষ করে। তাই পুকুর পাড়ে জমি ফেলে না রেখে এভাবে বাগান তৈরি করে বিভিন্ন সবজি চাষ করলে কৃষকরা অনেক বেশি উপযোগী হবে।
সুমন সাহা





