TRENDING:

Mixed Cultivation: জমিতে একই সঙ্গে চাষ সবজি ও মাছের! কিভাবে সম্ভব দেখুন

Last Updated:

অনেকেই অপরিকল্পিতভাবে পুকুর তৈরি করে শুধু মাছ চাষ করে। পুকুর পাড়ে জমি ফেলে না রেখে বাগান তৈরি করে বিভিন্ন সবজি চাষ করলে অনেক বেশি উপযোগী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা : পুকুরপাড়ে সবজি চাষ করে সফলতার মুখ দেখছেন সুন্দরবনের চাষিরা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, সুন্দরবনের অনেক কৃষকরা তাদের জমির মাটি কাটার পর সেই জমি অনেকটাই নিচু হয়ে যায়। আর যার ফলে এই নিচু জমিতে ধান বা অন্যান্য চাষ করে ফসল উৎপাদন করে সেভাবে লাভবান না হয় সুন্দর চাষিরা তাই মাছ চাষে ঝুঁকে পড়ছেন। আর এই মাছ চাষের ফলে তাদের জীবনে আসছে অনেক সচ্ছ্বলতা। শুধুমাত্র মাছ চাষ নয়, জমির মাটি কেটে পুকুর বানিয়ে। আর সেই অবশিষ্ট মাটি দিয়ে তাই ১০ থেকে ১৫ ফুট চওড়া পাড়ের একটি বাগান তৈরি করে। বিভিন্ন জাতের পুষ্টিকর ফল ও সবজি চাষ করছে।
advertisement

আরও পড়ুন: ছাদে লাগিয়ে ছিলেন ড্রাগন, বাড়ি সেজে উঠেছে সেই গাছেই!

এই সবজি চাষের মধ্যে রয়েছেন পেঁপে ঢেড়স বেগুন লঙ্কা লাউ পুঁইশাক চাষ করতে দেখা যাচ্ছে। আর এই ধরনের সবজি বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে।এই সবজি চাষ করায় পুকুরপাড় আগাছামুক্ত রাখার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। এছাড়া বিভিন্ন গাছের শিকড়ের কারনে পুকুরের পাড়ের মাটি ধরে রাখা সক্ষম হয়। সবজি চাষের পাশাপাশি পুকুরগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় মাছ, যেমন, রুই, কাতলা, নাইলোটিকা, তেলাপিয়া, গ্রাসকার্প, কই, শিঙ্গি, সহ নানা জাতের মাছ চাষ হচ্ছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এ প্রসঙ্গে জমিতে পুকুর এবং বাগান তৈরি করা এক চাষী বলেন সাধারণত আমরা দেখেছি অনেকেই অপরিকল্পিতভাবে পুকুর তৈরি করে। আর সেখানে তারা শুধু মাছ চাষ করে। তাই পুকুর পাড়ে জমি ফেলে না রেখে এভাবে বাগান তৈরি করে বিভিন্ন সবজি চাষ করলে কৃষকরা অনেক বেশি উপযোগী হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইয়ের আগে গাছকে ফোঁটা! ভ্রাতৃদ্বিতীয়ায় কেন এমন করলেন মেদিনীপুরের ছাত্রী?
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Mixed Cultivation: জমিতে একই সঙ্গে চাষ সবজি ও মাছের! কিভাবে সম্ভব দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল