অনলাইনে কোথায় আবেদন করতে হবে:
DBT পোর্টাল https://dbtagriculture.bihar.gov.in বা brbn.bihar.gov.in লিঙ্কে BRBN পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১২ মে। এই আবেদন করার জন্য কৃষকের রেজিস্টার্ড নম্বর থাকা বাধ্যতামূলক। সরকার জৈব ও প্রাকৃতিক চাষকে উৎসাহিত করতে সবুজ সার উৎপাদনে উৎসাহিত করছে। একজন কৃষক সর্বোচ্চ এক হেক্টর চাষের জন্য আবেদন করতে পারেন। এক হেক্টর চাষের জন্য কৃষক পাবেন ২০ কেজি ধইঞ্চা বীজ। কৃষকদের উৎসাহিত করতে ৮০ থেকে ৯০ শতাংশ ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে বিভাগ।
advertisement
জেনে নেওয়া যাক ধইঞ্চা চাষে কী কী লাভ—
জেলা কৃষি আধিকারিক অনিল কুমার যাদব বলেন, ধইঞ্চা চাষ করলে জমি নাইট্রোজেন, পটাশ, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, আয়রন সহ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায়। যার কারণে পরবর্তী ফসলে কৃষকদের কম ইউরিয়া দরকার।
সবুজ সার দিয়ে জমিতে জৈব পদার্থ বৃদ্ধির ফলে জল সংরক্ষণ ও সুষম পরিমাণে পুষ্টি পেয়ে জমির উর্বর শক্তি বৃদ্ধি পায়। ধইঞ্চা ফসল তৈরি হওয়ার জমিতেই তা পচিয়ে ফেলা হয়। যার কারণে ফসলের ফলন বৃদ্ধি পায়। এছাড়াও কম রাসায়নিক সার প্রয়োজন।
৮০ থেকে ৯০ শতাংশ ভর্তুকি—
এই চাষ করলে জমির উর্বর শক্তি বৃদ্ধি পায়। এটি চাষে কৃষকদের ৮০ থেকে ৯০ শতাংশ ভর্তুকিও দেওয়া হয়। এজন্য কৃষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনও শুরু হয়েছে। ১২ মে আবেদনের শেষ তারিখ। সদর দফতর থেকে ১৬২ কুইন্টাল বীজের অনুমোদন পাওয়া গেছে বলে জানান হয়েছে।
