কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ অন্যদিকে এইচআরএ বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে ৷ ৭ জুলাই ২০১৭ সালে একটি নোটিসে জানানো হয় যে ডিএ ২৫ শতাংশের ব্র্যাকেট থেকে বেশি হলে এইচআরএ সংশোধন করা হবে ৷ ১ জুলাই থেকে কর্মচারীদের ডিএ বেড়ে ২৮ শতাংশ করা হয়েছে ৷ ফলে এবার এইচআরএ সংশোধন হতে চলেছে ৷ টটট
advertisement
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের শহর অনুযায়ী এইচআরএ পাবেন ৷ শহরগুলিকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে -এক্স, ওয়াই এবং জেড ৷ সংশোধনের পর এক্স ক্যাটাগরির শহরের জন্য এইচআরএ মোট বেতনের ২৭ শতাংশ হবে ৷ ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে ১৮ শতাংশ এবং জেড ক্যাটাগরির ক্ষেত্রে ৯ শতাংশ ৷
কোনও শহরের জনসংখ্যা ৫ লক্ষের বেশি হলে সেটি ডেজ ক্যাটাগরি থেকে ওয়াই ক্যাটাগরিতে আপগ্রেড করা হবে ৷ তখন ৯ শতাংশের জায়গায় ১৮ শতাংশ এইচআরএ মিলবে ৷ ৫০ লক্ষের বেশি জনসংখ্যা হলে সেই শহর এক্স ক্যাটাগরিতে পড়ে ৷ তিনটি ক্যাটাগরিতে ন্যূনতম এইচআপএ ৫৪০০,৩৬০০, ১৮০০ টাকা ৷