TRENDING:

আজই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জমার শেষ দিন ! জানুন অনলাইনে ট্যাক্স জমার নিয়ম

Last Updated:

ইনকম ট্যাক্সের আওতায় যাঁরা পড়েন, তাঁদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইনকম ট্যাক্সের আওতায় যাঁরা পড়েন, তাঁদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না, আজকেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জমা করার শেষ তারিখ। এই দিন পেরিয়ে গেলেও যদি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জমা করা না হয়, তাহলে জরিমানার টাকা গুনতে হবে ২৩৪বি এবং ২৩৪ সি ধারা অনুসারে। ভারত সরকারের সাম্প্রতিক নিয়ম অনুসারে যাঁদের এস্টিমেটেড লায়াবিলিটি বছরে ১০ হাজার টাকা বা তার উপরে, তাঁরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন। প্রবীণ নাগরিক, পেনশন যাঁদের একমাত্র সম্বল, তাঁরা এর আওতায় পড়ছেন না।
advertisement

জরিমানা এড়াতে আজকের মধ্যেই কী ভাবে অনলাইনে কাজটা মেটানো যায়, দেখে নেওয়া যাক এক এক করে!

১. যে কোনও পছন্দের ব্রাউজার খুলে সবার আগে ইনকাম ট্যাক্স দফতরের এয়েবসাইটে যেতে হবে- www.incometaxindiaefiling.gov.in

২. হোমপেজেই e-Pay Tax নামে একটা হাইপারলিঙ্কড ট্যাব দেখা যাবে, এই অপশনে ক্লিক করতে হবে।

৩. এর পর একটা পপ-আপ খুলে যাবে, যাতে দু'টো অপশন থাকবে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে জন্য বেছে নিতে হবে Continue to NSDL Website অপশন।

advertisement

৪. ওই অপশনে ক্লিক করা মাত্র তা NSDL-এর ওয়েবসাইটে নিয়ে যাবে। পেজের নিচে আবার Continue to NSDL Website অপশন ভেসে উঠবে, সেখানে ক্লিক করতে হবে।

৫. এর পর একটা নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে লেখা থাকবে e-Payment of Taxes। নিজের জন্য প্রযোজ্য পেমেন্ট অপশন বেছে নিয়ে Proceed ট্যাবে ক্লিক করতে হবে।

advertisement

৬. এর পর নতুন আরেকটা উইন্ডো খুলে যাবে এবং সেখানে একটা ফর্ম ফিল-আপ করতে হবে। এই ধাপে এসে নাম, ঠিকানা, PAN কার্ডের নম্বর, মোবাইল নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে হবে। ভালো করে দেখে নিয়ে আবার Proceed অপশনে ক্লিক করতে হবে।

৭. এর পরে একটা নতুন উইন্ডো খুলবে। এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্টের প্রক্রিয়া সফল হওয়ার পর ফের একটা নতুন পেজ খুলে যাবে এবং সেখানে পেমেন্টের রসিদটা দেখাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

৮ ভবিষ্যতের কথা মাথায় রেখে ওই রসিদটি ডাউনলোড করে নিতে হবে। এর একটা প্রিন্ট-আউটও নিয়ে রাখলে ভালো হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জমার শেষ দিন ! জানুন অনলাইনে ট্যাক্স জমার নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল