advertisement
বলাই বাহুল্য অসামরিক বিমান পরিবহন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ধাপে ধাপে এগিয়ে চলেছে আদানি গোষ্ঠী। মুম্বাই বিমানবন্দর অধিগ্রহণ তারই উল্লেখযোগ্য পদক্ষেপ।
২০১৯ সালে দরপত্র পেশ করে লখনউ, জয়পুর, গৌহাটি, আমেদাবাদ, তিরুবন্তপুরম বিমানবন্দরে ব্যবস্থাপনার দায়িত্ব পায় আদানি গোষ্ঠী। সেই তালিকাতেই এবার নাম জুড়ল মুম্বইয়ের। উল্লেখ্য এই বিমানবন্দরগুলোতে ৫০ বছরের লিজ পেয়েছে আদানি গোষ্ঠী। যদিও অনেক আগেই মুম্বই বিমানবন্দরের কিছু দায়িত্ব নিয়েছিল আদানি গোষ্ঠী। ২৩ শতাংশের বেশি শেয়ার ছিল তাদের হাতে। কিন্তু এবার জিভিকে গোষ্ঠীর থেকে পুরো ব্যবস্থাটাই অধিগ্রহণ করে নিল তারা।
এই অধিগ্রহণের মাধ্যমে দেশের ৩৩ শতাংশ এয়ার কার্গো ট্রাফিক আদানিদের হাতে থাকছে। আজই মুম্বই ইন্টারন্যাশানালএয়ারপোর্ট লিমিটেডের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। পাশাপাশি মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্র তাদের ছাড়পত্র দেয়য সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের ছাড়পত্রও পায় আদানিরা। প্রসঙ্গত আদানি গোষ্ঠী খুব শিগগিরই নভি মুম্বাই ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট নির্মাণের কাজে হাত দেবে। ৯০ দিনের মধ্যে তাঁরা সেই কাজ শেষ করে ফেলবে। ২০২৪ সালের মধ্যে এই এয়ারপোর্টে নিয়মিত বিমান ওঠানামাও করবে।