৫ দিনের বদলে ৪ দিন করতে হবে চাকরি- নয়া লেবর কোড নিয়মে এই বিকল্প রাখা হবে যেখানে সংস্থা ও কর্মচারীরা নিজেরা সহমত প্রকাশ করে এই সিদ্ধান্ত নিতে পারবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, সরকার কাজ করার ঘণ্টা বাড়িয়ে ১২ ঘণ্টা পর্যন্ত করা হতে পারে ৷ কাজ করার ঘণ্টা সপ্তাহে অধিকতম ৪৮ ঘণ্টা রাখা হয়েছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই কাজ করার দিন কমতে পারে ৷
advertisement
কাজ করার ১২ ঘণ্টা করার প্রস্তাব- নতুন ড্রাফ্টে দিনে অধিকতম কাজ করার সময় বাড়িয়ে ১২ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ কোডের ড্রাফ্ট নিয়ম অনুযায়ী, ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে অতিরিক্ত কাজ করলে ৩০ মিনিট ওভারটাইমে সামিল করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ বর্তমান নিয়ম অনুযায়ী, ৩০ মিনিটের কম সময়কে ওভারটাইমের জন্য যোগ্য মনে করা হয় না ৷ ড্রাফ্ট নিয়ম অনুযায়ী, কোনও কর্মচারীকে ৫ ঘণ্টার বেশি লাগাতার কাজ করানো যাবে না ৷ প্রত্যেক ৫ ঘণ্টার পর কর্মচারীদের আধ ঘণ্টা বিশ্রাম দিতে হবে ৷
বেতন কমবে ও পিএফ বাড়বে - নয়া ড্রাফ্ট নিয়ম অনুযায়ী, বেসিক মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হতে হবে ৷ এখানে বেশিরভাগ কর্মচারীর বেতনের স্ট্রাকচারে বদল করা হবে ৷ এর জেরে টেক হোম স্যালারি কম হয়ে যেতে পারে পিএফ অ্যাকাউন্টের অ্যামাউন্ট বেড়ে যেতে পারে ৷ নয়া বেতন কোড লাগু হওয়ার সংস্থাকে কর্মীদের সিটিসি-র ৫০ শতাংশ বেসিক বেতন হিসেবে দিতে হবে ৷ এ