আগামী জানুয়ারিতে, মোদি সরকার তিনটি বড় সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। এর প্রভাব সরাসরি ভাবে পড়বে কোটি কোটি কর্মচারীর উপর। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে ব্যাপক বৃদ্ধি পাবে।মোদি সরকার প্রতি ছয় মাসে ডিএ-ডিআর (মহার্ঘ্য ভাতা) বৃদ্ধি করে থাকে। সেই অনুযায়ী জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা ফের পরিবর্তন করতে হবে। ধারণা করা হচ্ছে, এ বার ৫ শতাংশ ডিএ বাড়তে পারে। এমনটা হলে কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বেড়ে দাঁড়াবে ৪৩ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় ডিএ-র পরিমাণ ৩৮ শতাংশ। মোদি সরকার গত জুলাই মাসেও মহার্ঘ্য ভাতা বাড়িয়েছিল, সে বার বেড়েছিল ৪ শতাংশ। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এতে ১৮ মাসের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই বকেয়া মূলত করোনা অতিমারী সময়কার।
advertisement
আরও পড়ুন-তাপমাত্রায় কি বদল ঘটবে ? আগামী ক’দিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
বকেয়া ডিএ
মোদি সরকার ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ করোনা কালের ১৮ মাস সরকারি কর্মীদের ডিএ স্থগিত করেছিল। পরে ডিএ সরাসরি ১১ শতাংশ বৃদ্ধি করা হয়ে। বকেয়া মেটানো হয়নি। সরকার যদি এই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেয়, তা হলে নতুন বছরে এটি একটি বড় উপহার হতে পারে। তবে, বকেয়া ডিএ মেটানোর বিষয়টি কর্মচারীদের পে ব্যান্ড এবং বেতন কাঠামোর উপর নির্ভর করবে।
ফিটমেন্ট ফ্যাক্টরের সুবিধা
সূত্রের খবর, সরকার আর অষ্টম বেতন কমিশন করতে রাজি নয়। এর পরিবর্তে, একটি নতুন ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা যেতে পারে। এই ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে, কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ২৬,০০০ টাকা করা হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ, যা ৩.৬৮ গুণ বাড়ানোর দাবি করা হচ্ছে। এই পদ্ধতি অনুমোদন পেলে কর্মচারীদের বেতন বাম্পার বৃদ্ধি পাবে।
আরও পড়ুন- সাকেতের গ্রেফতার রাজনৈতিক ষড়যন্ত্র, অভিযোগ তুলে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস
ফিটমেন্ট ফ্যাক্টরের হিসেব
বর্তমান ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী, যদি একজন কর্মচারীর মূল বেতন ১৮ হাজার টাকা হয়, তা হলে ভাতা বাদে, তাঁর বেতন ১৮,০০০-এর ২.৫৭ গুণ, অর্থাৎ ৪৬,২৬০ টাকা। যদি কর্মচারীদের দাবি মেনে নেওয়া হয়, তা হলে এই কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন হবে ২৬ হাজার টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর হবে ৩.৬৮ গুণ। সেই অনুযায়ী ভাতা বাদে, এই কর্মচারীদের বেতন প্রতি মাসে দাঁড়াবে ৯৫,৬৮০ টাকা।