টিসিএস জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে সংস্থার মোট সাড়ে ৩ লক্ষ কর্মীর মধ্যে ৭৫ শতাংশই বাড়ি থেকে কাজ করবেন৷ বর্তমানে টিসিএস-এ ২০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করছে৷ সংস্থার চিফ অপারেটিং অফিসার এনজি সুব্রহ্মণ্যমের কথায়, '১০০ শতাংশ উত্পাদনের জন্য আমাদের মনে হয় না, অফিসে ২৫ শতাংশের বেশি কর্মী প্রয়োজন৷'
করোনা ভাইরাস অতিমারীর জেরে টিসিএস-এ বর্তমানে ৯০ শতাংশ কর্মীই বাড়ি থেকে কাজ করছেন৷ বিশেষজ্ঞরা বলছেন, টিসিএস-ই পদ দেখাবে ওয়ার্ক ফ্রম হোম স্থায়ী করার৷ তারপর বাকি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও সেই পথে এগোবে ভবিষ্যতে৷
advertisement
একাধিক সংস্থার চিফ অপারেটিং অফিসাররা মনে করছেন, করোনা ভাইরাস সমস্যা মিটলে বেশির ভাগ কর্মীকেই ওয়ার্ক ফ্রম হোমেই রাখা হবে৷
অ্যানারক কনসাল্টিং-এর সিনিয়র ডিরেক্টরের বক্তব্য, অফিসে ২৫ শতাংশ কর্মী কমে গেলেই অফিস স্পেসও ১৫ শতাংশ কম লাগে৷