TRENDING:

বেতন থেকে পেমেন্ট সিস্টেম, আগামিকাল থেকে বদলাতে চলেছে এই ৬টি জরুরি নিয়ম

Last Updated:

এক নজরে দেখে নিন কী কী নিয়ম বদলাতে চলেছে ( important rules changes from 1st October) -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আগামিকাল থেকে অর্থাৎ ১ অক্টোবর থেকে বদলাতে চলেছে একাধিক নিয়ম (changes from 1 October 2021) ৷ অক্টোবর মাস থেকে আপনার ব্যাঙ্ক ও বেতন সংক্রান্ত একাধিক নতুন নিয়ম আসতে চলেছে ৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারন মানুষের জীবনে ৷ এর মধ্যে ব্যাঙ্কের নিয়ম থেকে এলপিজির দামে বদলও সামিল রয়েছে ৷ এক নজরে দেখে নিন কী কী নিয়ম বদলাতে চলেছে ( important rules changes from 1st October) -
advertisement

১. পেনশন নিয়মে হতে চলেছে বদল (Pension rules)

১ অক্টোবর থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital life certificate) সংক্রান্ত নিয়ম বদলাতে চলেছে ৷ দেশের সমস্ত প্রবীণ নাগরিক যাঁদের বয়স ৮০ বছর বা তার বেশি তাঁরা দেশের সমস্ত হেড পোস্ট অফিসের জীবন প্রমাণ সেন্টারে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন ৷ এর জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে ৷ জীবন প্রমাণ পত্র জমা করার কাজ পোস্ট অফিসের মাধ্যমে শুরু হতে চলেছে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/astrology/money-related-and-financial-condition-for-30th-september-according-to-zodiac-signs-tc-dc-667292.html

২. ১ অক্টোবর থেকে বাতিল হয়ে যাবে পুরনো চেকবুক (Cheque book rules)

পয়লা অক্টোবর থেকে তিনটি ব্যাঙ্কের চেকবুক ও MICR কোড ইনভ্যালিড হয়ে যেতে চলেছে ৷ তিনটি ব্যাঙ্ক হচ্ছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC), ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (United Bank of India) ও এলাহাবাদ ব্যাঙ্ক (Allahabad Bank) ৷ এই তিনটি ব্যাঙ্কের গত বছর অন্য ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে ৷ ব্যাঙ্ক মার্জারের জেরে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি ও এমআইসিআর কোডে বদল হওয়ার কারণে ১ অক্টোবর থেকে ব্যাঙ্কিং সিস্টেম পুরনো চেক রিজেক্ট করবে ৷ বাতিল হয়ে যাবে পুরনো চেকবুক (changes from 1 October 2021) ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/diesel-price-hiked-but-petrol-price-remain-unchanged-on-26th-september-dc-664555.html

৩. অটো ডেবিট কার্ডে বদলাতে চলেছে নিয়ম (auto debit rules)

পয়লা অক্টোবর থেকে আপনার ক্রেডিট/ডেবিট কার্ড থেকে হওয়া অটো ডেবিটের জন্য RBI (Reserve Bank of India) এর নতুন নিয়ম লাগু হতে চলেছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, ডেবিট ও ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেট থেকে হওয়া অটো ডেবিট ততক্ষণ হবে না যতক্ষণ গ্রাহকরা অনুমতি দেবেন না ৷ ১ অক্টোবর থেকে লাগু হতে চলা Additional Factor Authentication নিয়ম অনুযায়ী, যে কোনও অটো ডেবিট পেমেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট করার জন্য ব্যাঙ্ককে অনুমতি নেওয়ার জন্য ২৪ ঘণ্টা আগে নোটিফিকেশন পাঠাতে হবে ৷ কাস্টোমারের অ্যাকাউন্ট থেকে টাকা তখনই ডেবিট হবে যখন গ্রাহক এটা কনফর্ম করবেন ৷ এসএমএস বা ইমেলের মাধ্যমে এই নোটিফিকেশন পাঠানো হবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/good-news-as-farmers-will-get-40000-rupees-under-mbby-scheme-dc-664541.html

৪. ইনভেস্টমেন্ট সংক্রান্ত নিয়মে হতে চলেছে বদল (Mutual fund related rules)

SEBI এবার মিউচ্যুয়াল ফান্ড ইনভেস্টরদের জন্য নিয়ে আসতে চলেছে নয়া নিয়ম ৷ এই নিয়ম AMC অর্থাৎ মিউচ্যুয়াল ফান্ড হাউসে কর্মরত জুনিয়র কর্মচারীদের উপর লাগু করা হবে (changes from 1 October 2021) ৷ ১ অক্টোবর থেকে AMC এর জুনিয়র কর্মীদের গ্রস স্যালারির ১০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে ইনভেস্ট করতে হবে ৷ ১ অক্টোবর ২০২৩ থেকে এটা স্যালারির ২০ শতাংশ হয়ে যাবে ৷ ইনভেস্টমেন্টে লক ইন পিরিয়ড থাকবে ৷

advertisement

৫. LPG সিলিন্ডারের দামে হতে চলেছে বদল (LPG price)

সাধারনত প্রতি মাসের পয়লা তারিখে বদলে থাকে গ্যাস সিলিন্ডারের দাম ৷ সেই অনুযায়ী, ১ অক্টোবরও বদল হতে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম ৷ বাড়ির রান্নার গ্যাস ও কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের নতুন দাম জারি করা হতে পারে ৷

৬. প্রাইভেট মদের দোকান বন্ধ হতে চলেছে (Liquor shop)

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

১ অক্টোবর থেকে দিল্লিতে প্রাইভেট মদের দোকান বন্ধ হয়ে যেতে চলেছে ৷ ১৬ অক্টোবর পর্যন্ত কেবল সরকারি দোকানে মদ কিনতে পাওয়া যাবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বেতন থেকে পেমেন্ট সিস্টেম, আগামিকাল থেকে বদলাতে চলেছে এই ৬টি জরুরি নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল