IDFC First Bank, প্রথম সেভিংস অ্যাকাউন্ট-এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে যে কোনও এটিএম থেকে যত বার ইচ্ছে লেনদেন করার সুবিধা পাওয়া যায় ৷ মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিংয়ের সুবিধাও বিনামূল্যে পেয়ে যাবেন ৷ জরুরি ডকুমেন্টের সঙ্গে যে কোনও নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে ৬ থেকে ৭ শতাংশ পাওয়া যায় ৷
advertisement
Yes Bank, স্মার্ট স্যালারি অ্যাডভান্টেজ- এটিএম থেকে আনলিমিটেড লেনদেনের পাশাপাশি অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন ৷ মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে আনলিমিটেড NEFT ও RTGS করতে পারবেন ৷ এই অ্যাকাউন্টে ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদ মিলবে ৷
SBI-বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট- ভ্যালিড KYC ডকুমেন্টের সাহায্যে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ব্যাঙ্ক আপনাকে রুপে এটিএম কাম ডেবিট কার্ড দেবে ৷ এর মাধ্যমে এটিএম থেকে টাকা তুলতে পারবেন ৷ এসবিআই বা অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে ৪ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা টাকার উপরে ২.৭৫ শতাংশ বার্ষিক সুদ মিলবে ৷
IndusInd Bank অনলাইন সেভিংস অ্যাকাউন্ট- এই অ্যাকাউন্টেও আনলিমিটেড এটিএম লেনদেনের সুবিধা মিলবে ৷ সঙ্গে মিলবে মোবাইল বা ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বিনামূল্যে ৷ অনলাইনে আবেদন করে আধার ও প্যান নম্বর দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ এখানে বার্ষিক ৪ থেকে ৬ শতাংশ সুদ মিলবে ৷
Kotak Mahindra Bank-১১ ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট - এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয় ৷ ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এর পাশাপাশি পেয়ে যাবে ৮১১ ভার্চুয়াল ডেবিট কার্ড যার সাহায্যে অনলাইন শপিং, বিল পেমেন্ট ও DTH রিচার্জ করতে পারবেন ৷ এই অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ সুদ মিলবে ৷
HDFC Bank- বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট- এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে না ৷ অ্যাকাউন্ট হোল্ডারকে এটিএম কাম ডেবিট কার্ড, ফ্রি পাসবুক পরিষেবা, ফ্রি ডিপোজিট, উইথড্রোয়েলের সঙ্গে চেকবুক, ইমেল স্টেটমেন্ট, ডিমান্ড ড্রাফ্টের মতো পরিষেবা মিলবে বিনামূল্যে ৷ এছাড়াও মিলবে মোবাইল বা ইন্টারনেট ব্যাঙ্কিং৷ এই অ্যাকাউন্টে বার্ষিক ৩ থেকে ৩.৫ শতাংশ সুদ মিলবে ৷