৫জি পরিষেবা নিয়ে অনেক স্বপ্ন গোটা দেশবাসীর ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের অর্থনীতিতে এর বিরাট প্রভাব পড়তে চলেছে ৷ ২০২৩ থেকে ২০৪০ সালের মধ্যে ভারতে ৩৬.৪ ট্রিলিয়নের লাভ হতে চলেছে ৷ সাম্প্রতিককালে এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে ৷
আরও পড়ুন- আরও উন্নত ও গতিশীল ইন্টারনেট পরিষেবা, আজ ৫জি বিপ্লবের সাক্ষী হল দেশ
৪জি পরিষেবা ভারতে চালু হওয়ার পরই দেশে ডেটার বিপ্লব এসেছিল ৷ অনলাইন মাধ্যমে দেশবাসীর নির্ভরশীলতাও এখন অনেকাংশে বেড়েছে ৷ দেশে ডেটা সস্তা হওয়াতে সব কিছুর উপরেই তার প্রভাব পড়েছে ৷
৫জি প্রযুক্তির কারণে আগামী দিনে আরও দ্রুত গতির ডেটা সরবরাহ করতে পারবে ভারত। পাশাপাশি কোনও বাফারিং ছাড়াই সহজে ভিডিও দেখাও সম্ভব হবে ৷ স্মার্ট অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে ক্লাউড গেমিং সব কিছুর সুবিধাই ভোগ করতে পারবেন দেশবাসী ৷ অনলাইনে কেনাকাটাও এরপর আরও অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে ৷
স্টার্টআপ এবং ব্যবসায়িক উদ্যোগগুলিকে উৎসাহিত করবে ৫জি পরিষেবা ৷ পাশাপাশি 'ডিজিটাল ইন্ডিয়া' কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে এই নতুন প্রযুক্তি। বাড়ি, শিল্পক্ষেত্র, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাক্ষেত্রও এর ফলে দারুণভাবে উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।
DISCLAIMER: Network18 and TV18 – the companies that operate News18.com – are controlled by Independent Media Trust, of which Reliance Industries is the sole beneficiary.