TRENDING:

5G launch in India: দেশে চালু ৫জি পরিষেবা, আর্থিকভাবে কতটা লাভবান হবে ভারত ? জেনে নিন

Last Updated:

স্টার্টআপ এবং ব্যবসায়িক উদ্যোগগুলিকে উৎসাহিত করবে ৫জি পরিষেবা ৷ পাশাপাশি 'ডিজিটাল ইন্ডিয়া' কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে এই নতুন প্রযুক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অনেক প্রত্যাশা নিয়ে দেশে চালু হল ৫জি পরিষেবা ৷ শনিবার দিল্লির প্রগতি ময়দানে ৫জি টেলিকমিউনিকেশন পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷  প্রাথমিকভাবে কলকাতা-সহ দেশের ১৩টি শহরে এই পরিষেবা চালু হবে। দিল্লি, কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই, পুণে সহ মোট ১৩টি শহরে প্রাথমিকভাবে পাওয়া যাবে ৫জি পরিষেবা। এরপর ধাপে ধাপে দেশজুড়ে চালু হবে। এর পরের দফায় দেশের ছোট শহরগুলিতেও চালু হবে ৫জি পরিষেবা।
advertisement

৫জি পরিষেবা  নিয়ে অনেক স্বপ্ন গোটা দেশবাসীর ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের অর্থনীতিতে এর বিরাট প্রভাব পড়তে চলেছে ৷ ২০২৩ থেকে ২০৪০ সালের মধ্যে ভারতে ৩৬.৪ ট্রিলিয়নের লাভ হতে চলেছে ৷ সাম্প্রতিককালে এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে ৷

আরও পড়ুন- আরও উন্নত ও গতিশীল ইন্টারনেট পরিষেবা, আজ ৫জি বিপ্লবের সাক্ষী হল দেশ

৪জি পরিষেবা ভারতে চালু হওয়ার পরই দেশে ডেটার বিপ্লব এসেছিল ৷ অনলাইন মাধ্যমে দেশবাসীর নির্ভরশীলতাও এখন অনেকাংশে বেড়েছে ৷ দেশে ডেটা সস্তা হওয়াতে সব কিছুর উপরেই তার প্রভাব পড়েছে ৷

advertisement

advertisement

৫জি প্রযুক্তির কারণে আগামী দিনে আরও দ্রুত গতির ডেটা সরবরাহ করতে পারবে ভারত। পাশাপাশি কোনও বাফারিং ছাড়াই সহজে ভিডিও দেখাও সম্ভব হবে ৷ স্মার্ট অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে ক্লাউড গেমিং সব কিছুর সুবিধাই ভোগ করতে পারবেন দেশবাসী ৷  অনলাইনে কেনাকাটাও এরপর আরও অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে ৷

advertisement

স্টার্টআপ এবং ব্যবসায়িক উদ্যোগগুলিকে উৎসাহিত করবে ৫জি পরিষেবা ৷ পাশাপাশি 'ডিজিটাল ইন্ডিয়া' কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে এই নতুন প্রযুক্তি। বাড়ি, শিল্পক্ষেত্র, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাক্ষেত্রও এর ফলে দারুণভাবে উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

DISCLAIMER: Network18 and TV18 – the companies that operate News18.com – are controlled by Independent Media Trust, of which Reliance Industries is the sole beneficiary.

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
5G launch in India: দেশে চালু ৫জি পরিষেবা, আর্থিকভাবে কতটা লাভবান হবে ভারত ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল